Bankura News || Higher Secondary Exam: ঠিক কোন কোন ক্ষেত্রে টি আর এন এ স্পেসিফিক? উচ্চ মাধ্য়মিকে কীভাবে গুছিয়ে লিখবেন, জেনে নিন

Last Updated:

বায়োলজি শিক্ষক গণেশ ভান্ডারী জানালেন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠিক কোন কোন জায়গায় T-RNA নির্দিষ্ট।

+
টিআরএন-এ

টিআরএন-এ নিয়ে উচ্চ মাধ্য়মিকে কীভাবে লিখবেন

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে প্রতি বছরই উজ্জ্বল হয়  বাঁকুড়া জিলা স্কুলের নাম। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন বায়োলজি শিক্ষক গণেশ ভান্ডারী।  তিনি জানালেন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠিক কোন কোন জায়গায় T-RNA নির্দিষ্ট।
মাধ্যমিকের সিলেবাসের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিমাণ অনেকটাই বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বের শেষ পর্যায় এসে পৌঁছেছে ছাতে-ছাত্রীরা।  তাই সরাসরি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক গণেশ ভান্ডারী T-RNA থেকে কী কী সম্ভাব্য হতে পারে তা বলছেন-
advertisement
advertisement
1) বিভিন্ন প্রকার আর এন এর নাম লিখতে দিতে পারে সঙ্গে কার্যকারিতা। এক্ষেত্রে মূলত তিন প্রকার আরএন এর নাম লিখলেই যথেষ্ট যেমন রাইবোজোনাল আর এন এ, টিআর এন এ এবং এম আর এন এ।
2) যে টি আর এন অ্যালাইনের সাথে যুক্ত হবে সেই টিআরএনএ অ্যালাইনে জন্যই নির্দিষ্ট। অপরদিকে জে টি আর এন এ মিথিওনিনের সঙ্গে যুক্ত হচ্ছে সেই টিআরএনএ কিন্তু মিথিওনিনের জন্যই।
advertisement
3) প্রতিটি নির্দিষ্ট T-RNA এর নির্দিষ্ট রয়েছে তার এন্টি কোডনে। প্রতিটি টি আর এন এর অ্যান্টিকোডন অনুযায়ী প্রতিটি মেসেঞ্জার আর এন এর জেনেটিক কোড বা জেনেটিক মেসেজ রিড করে T-RNA.
advertisement
4) জেনেটিক কোড বা জেনেটিক মেসেজ পড়াটা একটা কাজ এবং এই কাজটি টিআরএনএ তার এন্টিকোডনের মাধ্যমে করে।
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bankura News || Higher Secondary Exam: ঠিক কোন কোন ক্ষেত্রে টি আর এন এ স্পেসিফিক? উচ্চ মাধ্য়মিকে কীভাবে গুছিয়ে লিখবেন, জেনে নিন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৯ – ২৫ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৯ – ২৫ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৯ – ২৫ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement