Alipurduar News: বক্সায় বাঘের দেখা মিলতেই শুরু মহাযজ্ঞ, এম-স্ট্রাইপস অ্যাপে রেকর্ড হচ্ছে চমকপ্রদ তথ্য! খোঁজে ২০০ বিশেষজ্ঞের টিম

Last Updated:
Alipurduar News: ২০২৩ সালে দেখা গিয়েছিল বাঘ বক্সা জঙ্গলে। এরপর নতুন বছরে দেখা মিলল বাঘের। এর মধ্যেই বক্সা জঙ্গলে শুরু হল বাঘশুমারি।
1/5
২০২৩ সালে দেখা গিয়েছিল বাঘ বক্সা জঙ্গলে। এরপর নতুন বছরে দেখা মিলল বাঘের। বক্সা জঙ্গলে বাঘ রয়েছে, জোর দাবি বনকর্মী থেকে শুরু করে অধিকারিকদের।এর মধ্যেই শুরু হল অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন-এর পক্ষ থেকে বক্সা জঙ্গলে বাঘশুমারি। (ছবি ও তথ্য - অনন্যা দে)
২০২৩ সালে দেখা গিয়েছিল বাঘ বক্সা জঙ্গলে। এরপর নতুন বছরে দেখা মিলল বাঘের। বক্সা জঙ্গলে বাঘ রয়েছে, জোর দাবি বনকর্মী থেকে শুরু করে অধিকারিকদের। এর মধ্যেই শুরু হল অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন-এর পক্ষ থেকে বক্সা জঙ্গলে বাঘশুমারি। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
এটি ২০২৫-২৬ সালের বাঘশুমারি। এই গণনা প্রতি ৪ বছরের ব্যবধানে হয়ে থাকে। বক্সা বাঘবনে ৬ দিন ধরে চলবে শুমারি। তৃণভোজী প্রাণী গণনা এবং মাংসাশী প্রাণীর চিহ্ন জরিপ শুরু হয়েছে।
এটি ২০২৫-২৬ সালের বাঘশুমারি। এই গণনা প্রতি ৪ বছরের ব্যবধানে হয়ে থাকে। বক্সা বাঘবনে ৬ দিন ধরে চলবে শুমারি। তৃণভোজী প্রাণী গণনা এবং মাংসাশী প্রাণীর চিহ্ন জরিপ শুরু হয়েছে।
advertisement
3/5
রিজার্ভ জুড়ে মোট ৮০টি স্থান চিহ্নিত করা হয়েছে। যেখানে বন্য প্রাণীর উপস্থিতি, তাদের পায়ের ছাপ, মল শনাক্ত করার কাজ চলছে। এন টি সি এ নিয়ম অনুসারে ট্রানজ্যাক্ট লাইনে হেঁটে সংগ্রহ করা হচ্ছে তথ্য।
রিজার্ভ জুড়ে মোট ৮০টি স্থান চিহ্নিত করা হয়েছে। যেখানে বন্য প্রাণীর উপস্থিতি, তাদের পায়ের ছাপ, মল শনাক্ত করার কাজ চলছে। এন টি সি এ নিয়ম অনুসারে ট্রানজ্যাক্ট লাইনে হেঁটে সংগ্রহ করা হচ্ছে তথ্য।
advertisement
4/5
এই সাইন সার্ভেতে ২০০ জনেরও বেশি বন কর্মী নিযুক্ত আছেন। বাঘের পায়ের ছাপ মিলছে বলে খবর বক্সা বাঘ বনের তরফে। এম-স্ট্রাইপস ইকোলজি নামক একটি কাস্টমাইজড মোবাইল ভিত্তিক অ্যাপের মাধ্যমে তথ্য রেকর্ড করা হচ্ছে।
এই সাইন সার্ভেতে ২০০ জনেরও বেশি বন কর্মী নিযুক্ত আছেন। বাঘের পায়ের ছাপ মিলছে বলে খবর বক্সা বাঘ বনের তরফে। এম-স্ট্রাইপস ইকোলজি নামক একটি কাস্টমাইজড মোবাইল ভিত্তিক অ্যাপের মাধ্যমে তথ্য রেকর্ড করা হচ্ছে।
advertisement
5/5
বক্সা বাঘ বনের ভেতরে ২৫০ টিরও বেশি ট্র্যাপ ক্যামেরা রাখা হয়েছে। যা বাঘশুমারির একটি অংশ। এই শুমারির পর জানা যাবে বক্সা বাঘ বনে ঠিক ক'টি বাঘ আছে। এই বাঘগুলি স্থায়ী বাঘ নাকি প্রতিবেশী দেশ, রাজ্য থেকে এসেছে।
বক্সা বাঘ বনের ভেতরে ২৫০ টিরও বেশি ট্র্যাপ ক্যামেরা রাখা হয়েছে। যা বাঘশুমারির একটি অংশ। এই শুমারির পর জানা যাবে বক্সা বাঘ বনে ঠিক ক'টি বাঘ আছে। এই বাঘগুলি স্থায়ী বাঘ নাকি প্রতিবেশী দেশ, রাজ্য থেকে এসেছে। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
advertisement
advertisement