Bankura News: উচ্চ মাধ্যমিকে বায়োলজির RNA এবং DNA নিয়ে উত্তর লিখবেন কীভাবে? রইল নম্বর পাওয়ার সহজ টিপস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bankura News: বায়োলজি শিক্ষক গণেশ ভাণ্ডারীর থেকে জেনে নেওয়া যাক আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বায়োলজির পাঁচ নম্বরের প্রশ্নের যাবতীয় খুঁটিনাটি। ডিএনএ (DNA) এবং আরএনএ (RNA) নিয়ে আলোচনা করলেন তিনি।
বাঁকুড়া: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেলেই প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম শোনা যায়। কৃতী পড়ুয়াদের হাত ধরে বাঁকুড়া জেলার উজ্জ্বল নক্ষত্র বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে এই কৃতী ছাত্রদের উত্থান, তাঁদেরই একজন বায়োলজি শিক্ষক গণেশ ভাণ্ডারীর থেকে জেনে নেওয়া যাক আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বায়োলজির পাঁচ নম্বরের প্রশ্নের যাবতীয় খুঁটিনাটি। ডিএনএ (DNA) এবং আরএনএ (RNA) নিয়ে আলোচনা করলেন তিনি।
শিক্ষকের কথায়, "মাধ্যমিক যদি ছোট্ট পুকুর হয় তাহলে উচ্চমাধ্যমিক সাগর। আমরা সবাই এই কথাটা একবার না একবার শুনেছি। মাধ্যমিকের সিলেবাসের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিমাণ অনেকটাই বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও সেই কারণে ছাত্রছাত্রীদের কাছে সামান্য কঠিন হয়।'' এক্ষেত্রে সরাসরি ছাত্রছাত্রীদের উদ্দেশs বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক গণেশ ভাণ্ডারী কী কী বলছেন?
advertisement
advertisement
১) ডিএনএ ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন থেকে ৫ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে।
advertisement
২) এছাড়াও বিভিন্ন প্রকার RNA-এর নামও লিখতে দিতে পারে সঙ্গে কার্যকারিতা। এক্ষেত্রে মূলত তিন প্রকার আরএনএ-র নাম লিখলেই যথেষ্ট যেমন রাইবোজোনাল আরএনএ, টিআরএনএ এবং এমআরএনএ।
৩) অপর একটি জটিল প্রশ্ন আসতে পারে সেটি হল তিন প্রকার আরএনএ-র প্রোটিন সিন্থেসিসে ভূমিকা।
৪) রাইবোজোমাল আরএনএ-র কাজ হল রাইবোজোম তৈরি করা এবং এই রাইবোজোম প্রোটিন সিন্থেসিসে সাহায্য করে।
advertisement
৫) এছাড়াও বাকি আরএনএ-র কার্যকারিতা সময় মতো প্রস্তুত করে নিতে হবে।
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 4:39 PM IST