West Midnapore News: অঙ্ক কী কঠিন! না আর নয়, এবার আপনার হাতে উচ্চ মাধ্যমিকে অঙ্কের শেষ মুহূর্তের সাজেশন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ছাত্র জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। অঙ্ক বিষয়ে রইল শেষ মুহূর্তের সাজেশন৷
পশ্চিম মেদিনীপুর: শেষ বছরে উচ্চমাধ্যমিকে সর্বাধিক ভাল ফল হয়েছে পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম সহ একাধিক স্থান অধিকার করেছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। রাজ্যস্তরে স্থান অধিকার করে প্রান্তিক এলাকার এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে ছাত্র-ছাত্রীরা। এবারে উচ্চমাধ্যমিকে ছাত্র ছাত্রীরা কিভাবে প্রস্তুতি নিবে তা সবিস্তারে তুলে ধরলেন বিদ্যালয়ের শিক্ষক অমিত পট্টনায়ক। ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক।
উচ্চমাধ্যমিকের সফল হলে নম্বরের উপরে ভিত্তি করে বিভিন্ন উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব। পরীক্ষার শুরুর আগে শেষ মুহূর্তের সাজেশন দিলেন গণিত বিভাগের শিক্ষক। গণিতে একটু নজর দিয়ে করলে পুরো নম্বরই পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: ২৮ এখন অতীত VI-এর ৩০ দিনের ভ্যালিডিটি! ২৫ জিবি ডাটা, আনলিমিডেট কল-সহ একগুচ্ছ ধামাকা অফার
শিক্ষকের কথায়
advertisement
১. নির্ণায়ক বা ম্যাট্রিক্স এ চিহ্নগুলো সঠিকভাবে দিতে হবে।
২. ভেক্টর অধ্যায়ে নির্দিষ্ট চিহ্ন এবং সূত্র গুলি ভালোভাবে পড়তে হবে।
৩. সময় হাতে নিয়ে একাধিক মাল্টিপল চয়েজ কোশ্চেন বা এম সি কিউ করাটা শ্রেয়।
৪. প্রশ্নপত্র পাওয়ার পর মাথা ঠান্ডা রেখে কোন কোন প্রশ্ন পারা যাবে তা চিহ্নিত করতে হবে।
advertisement
৫. উত্তরপত্র হাতে পাওয়ার পর জানা অঙ্কগুলো প্রথম দিকে করতে হবে। একটু সন্দেহ থাকলে সেগুলো পরে করা ভালো।
৬. অঙ্কের একক ভিক্টরের দিক এবং পরিষ্কার-পরিচ্ছন্নভাবে উত্তর দিতে হবে।
৭. অঙ্কের মান সঠিক নির্ণয় করতে হবে।
আত্মবিশ্বাস রেখে গণিত পরীক্ষা দিলে ভাল ফল মিলবে।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 9:19 AM IST
