Sukanta Majumdar: 'এপাং ওপাং ঝপাং'...! সুকান্ত মজুমদারের মুখে হঠাৎ মমতার কবিতার লাইন! যা লিখলেন সোশ্যালে
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Sukanta Majumdar: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার লাইন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে কার্যত আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার লাইন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে কার্যত আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্টে সুকান্ত মজুমদার ত্রিপুরার ভোটের ফলাফলের শতাংশের হিসেব তুলে ধরে শাসক দলকে 'খোঁচা' দিলেন।
২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই তৃণমূলের সংগঠনকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই লক্ষ্যে প্রথম গোয়া এবং ত্রিপুরায় ঝাঁপিয়েছিল বাংলার শাসক দল৷ আজ ত্রিপুরার ফল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার।
advertisement
কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতাকে দলে টেনেও গোয়ায় বিশেষ সুবিধা করতে পারেনি তৃণমূল৷ এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও বিপর্যয়ের মুখে ঘাসফুল শিবির৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে, ত্রিপুরায় সাকুল্যে এক শতাংশ ভোটও পায়নি তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের তুলনায় নোটা-তে ভোট পড়েছে বেশি৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবারেও গেরুয়া ঝড় উঠেছে৷
advertisement
৩৯ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় বিজেপি৷ যদিও লড়াই দিয়েছে বাম-কংগ্রেস জোট৷ উল্লেখযোগ্য ফল করেছে প্রথমবার ভোটে লড়া তিপ্রামোথাও৷ তবে চব্বিশের লোকসভা ভোটের আগে বৃহস্পতিবারের ফলাফল সামনে আসার পর তৃণমূল কার্যত মুখ থুবড়ে পড়ল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। তৃণমূল নেতা তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম নিউজ এইট্টিন বাংলাকে বলেন,' সাগরদিঘি সহ অন্যান্য জায়গায় কেন এই পরাজয় দল অনুসন্ধান করে দেখছে'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 8:39 PM IST