Suvendu Adhikari: ত্রিপুরা নিয়ে তৃণমূলকে 'ভবিষ্যদ্বাণী' খোঁচা শুভেন্দুর! সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন...
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: ত্রিপুরায় তৃণমূলের ফলাফল সম্পর্কিত শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী মিলে গেল। 'মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে 'নোটা'র কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তৃণমূল পার্টি'।
কলকাতা: ত্রিপুরায় তৃণমূলের ফলাফল সম্পর্কিত শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী মিলে গেল। 'মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে 'নোটা'র কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তৃণমূল পার্টি'। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসকে ঠিক এই ভাষাতেই খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস, বামেদের সঙ্গে লড়াইয়ে ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। স্বভাবতাই পাশের রাজ্যের নির্বাচনের আঁচ পশ্চিমবঙ্গেও কম ছিল না। ত্রিপুরার ফলাফলের দিকেও তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রচারে যান বঙ্গ বিজেপির নেতারাও। নির্বাচন ঘোষণার পর থেকেই ত্রিপুরা নির্বাচন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
ভোটের অনেকদিন আগে থেকেই ত্রিপুরায় 'নোটা'র থেকেও কম ভোট তৃণমূল পাবে বলে দাবি করে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন,' ত্রিপুরাতে আমরা তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই মানছি না, সেই কারণেই ত্রিপুরায় দলীয় প্রচারে আমি কিম্বা আমাদের কোনও নেতাই তৃণমূল শব্দটাই উচ্চারণ করেনি। আমার কথা মিলিয়ে নেবেন, ভোটের ফলাফলে তৃণমূল 'নোটা' র থেকেও কম ভোট পাবে।'
advertisement
বৃহস্পতিবার ত্রিপুরার ফলাফল সামনে আসার আগের দিন বুধবারও বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,' 'আমার কথা মিলিয়ে নেবেন, ভোটের ফলাফলে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে'। সোশ্যাল মিডিয়ায় আজ শুভেন্দুর ভোটের ফলাফলের শতাংশের হিসেবের সেই হিসেব মিলে যাওয়ার দাবি করে বিরোধী দলনেতার খোঁচা, 'মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে 'নোটা'র কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তৃণমূল পার্টি''।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভোটের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি শুভেন্দু 'নোটা' এবং তৃণমূলের প্রাপ্ত ভোটের হিসেবও তুলে ধরেন। 'নোটা' এবং তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশের যে হিসেব শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন সেখানে নোটা ১.৩৬ শতাংশ ভোট পেয়েছে। আর তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশ ০.৮৯ বলে দাবি করেন শুভেন্দু।
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই তৃণমূলের সংগঠনকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই লক্ষ্যে প্রথম গোয়া এবং ত্রিপুরায় ঝাঁপিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল৷ কিন্তু কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতাকে দলে টেনেও গোয়ায় বিশেষ সুবিধা করতে পারেনি তৃণমূল৷ এবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও বিপর্যয়ের মুখে ঘাসফুল শিবির৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 5:33 PM IST
