বাঁকুড়া: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেলেই প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম শোনা যায়। কৃতী পড়ুয়াদের হাত ধরে বাঁকুড়া জেলার উজ্জ্বল নক্ষত্র বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে এই কৃতী ছাত্রদের উত্থান, তাঁদেরই একজন বায়োলজি শিক্ষক গণেশ ভাণ্ডারীর থেকে জেনে নেওয়া যাক, অপেরণ কী? এবং কীভাবে লিখবেন এই প্রশ্নের উত্তর।
শিক্ষকের কথায়, "মাধ্যমিক যদি ছোট্ট পুকুর হয় তাহলে উচ্চমাধ্যমিক সাগর। আমরা সবাই এই কথাটা একবার না একবার শুনেছি। মাধ্যমিকের সিলেবাসের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিমাণ অনেকটাই বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও সেই কারণে ছাত্রছাত্রীদের কাছে সামান্য কঠিন হয়।'' আসন্ন ২০২৩ উচ্চ মাধ্যমিকে বায়োলজি পরীক্ষায় ঠিক কীভাবে লিখবেন, "অপেরন কি?" এই প্রশ্নের উত্তর-
আরও পড়ুন: অঙ্ক কী কঠিন! না আর নয়, এবার আপনার হাতে উচ্চ মাধ্যমিকে অঙ্কের শেষ মুহূর্তের সাজেশন
আরও পড়ুন: সামনেই উচ্চ মাধ্যমিক! বড় পরীক্ষার আগে মনোবল বাড়ালেন রামকৃষ্ণ মিশনের শিক্ষক
১) প্রোক্যারিয়ট জীবদের জিনের কার্যকারিতা কীভাবে নিয়ন্ত্রিত হয়, তার জন্য প্রদত্ত মডেল হল অপেরন।
২) যেখানে কোনও একটি ক্লাসটার অফ জিন জীবের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে।
৩) তারপরই আলোচনা করতে হবে যে, অপেরনে কোন কোন জিন থাকছে। অপেরণে প্রথমেই যে জিন পাওয়া যায় সেটি হল নিয়ন্ত্রক জিন।
৪) আবার কিছুটা 'প্রোমোটার অপারেটর রিজিয়ন' নিয়ে লিখতে হবে।
৫) কোন জিন থেকে কোন এনজাইম সংশ্লেষিত হয় সেটিও লিখতে হবে।
৬) এইভাবে সাজিয়ে গুছিয়ে প্রশ্নটির উত্তর লিখতে হবে।
Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।