TRENDING:

West Bengal Job News: জেলা স্বাস্থ্য বিভাগে বিপুল কর্মসংস্থান! আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত, বিশদে জেনে রেজিস্ট্রেশন করুন

Last Updated:

Murshidabad Job News: মোট ২৭৩টি শূন্যপদ থাকছে, যার মধ্যে নার্সিং ক্যাডারের পদই ২৭০টি। দীর্ঘদিন ধরেই জেলাজুড়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবল ঘাটতির অভিযোগ উঠছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিষেবায় বড়সড় কর্মসংস্থান হতে চলেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের পক্ষ থেকে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। WBSH&FWS–এর অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া জেলা স্তরের সিলেকশন কমিটি পরিচালনা করবে।
মুর্শিদাবাদে বিপুল সংখ্যক কর্ম সংস্থান! আবেদন করুন আজই
মুর্শিদাবাদে বিপুল সংখ্যক কর্ম সংস্থান! আবেদন করুন আজই
advertisement

এই নিয়োগে মোট ২৭৩টি শূন্যপদ থাকছে, যার মধ্যে নার্সিং ক্যাডারের পদই ২৭০টি। দীর্ঘদিন ধরেই জেলাজুড়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবল ঘাটতির অভিযোগ উঠছিল। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য স্বাস্থ্য দফতর বৃহৎ সংখ্যক সিএইচও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইন আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৫, সকাল ১১টা। রেজিস্ট্রেশন শেষ দিন: ২ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা। চুড়ান্ত জমা দেওয়ার শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫, রাত ১২টা। স্বাস্থ্য দফতর অফিশিয়াল ওয়েবসাইটে করা যাবে আবেদন। ডকুমেন্ট যাচাই, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ পরে wbhealth.gov.in এবং murshidabad.gov.in এ জানানো হবে।

advertisement

আরও পড়ুন: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন

View More

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নার্স (CHO) মোট পদ: ২৭০টি। যার মধ্যে UR 120, SC ৫৮, ST ১৮, EWS ২৭, OBC–A ২৭, OBC–B ২০।

BAMS মোট পদ: ৩টি, SC ১, UR -১, EWS ১। বেতন ও সুযোগ সুবিধা CHO হিসেবে পোস্টিং পাওয়ার পর মাসিক সম্মানী: ২০,০০০ টাকা। PLI–ভিত্তিক ইনসেনটিভ: সর্বোচ্চ ৫,০০০ টাকা।

advertisement

B.Sc Nursing (BPCCHN কোর্স-সহ, ২০২১ বা পরবর্তী ব্যাচ)। BPCCHN সমন্বিত BSc Nursing পাশ। WBNC-এর রেজিস্ট্রেশন/প্রফিশনাল সার্টিফিকেট। বাংলা ভাষা ও উপভাষায় দক্ষতা। লিখিত পরীক্ষা ৮৫% + সাক্ষাৎকার ১৫%–এর মাধ্যমে নির্বাচন।

জিএনএম / পোস্ট বেসিক B.Sc / বিএসসি নার্সিং (২০২১-এর আগে পাশ)। WBNC রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এছাড়াও মাইক্রোসফট অফিসএ দক্ষতা থাকলে অগ্রাধিকার। ট্রেনিং শেষে স্বাস্থ্য কেন্দ্র তে বাধ্যতামূলক সার্ভিস। Bond: ট্রেনিং শেষে সার্ভ না করলে ২ লাখ টাকা জরিমানা। লিখিত পরীক্ষা ৮৫% + সাক্ষাৎকার ১৫%।

advertisement

আরও পড়ুন: শিক্ষকের চাকরি পেতে এসএসসিকে ভুল তথ্যপ্রদান, একাদশ-দ্বাদশের নিয়োগে ‘চিহ্নিত’ ২৬ আবেদনকারী! বড় সিদ্ধান্তের পথে কমিশন

BAMS। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BAMS। পশ্চিবঙ্গ আয়ুর্বেদিক পরিষদ এর রেজিস্ট্রেশন/প্রফেশনাল সার্টিফিকেট। বাংলা ভাষায় দক্ষতা। নির্বাচন: অ্যাকাডেমিক ফল ৮৫% + সাক্ষাৎকার ১৫%। Bond: ২ লাখ টাকা।

আবেদন করার নিয়মঃ wbhealth.gov.in–এ গিয়ে বাঁ দিকের মেনু থেকে অনলাইন রিক্রুটমেন্ট নির্বাচন করতে হবে। “কনটিনিউ রেজিস্ট্রেশন” দিয়ে রেজিস্ট্রেশন শুরু।

advertisement

ফি জমা দেওয়ার পর Application ID ও জন্ম তারিখ ব্যবহার করে “Continue after registration”–এ গিয়ে Final Submission সম্পন্ন করতে হবে। প্রার্থীদের অবশ্যই নিজের বা অভিভাবকের মোবাইল নম্বর ও ইমেল ব্যবহার করতে হবে। সব তথ্য সেখানেই পাঠানো হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের মৃত্যুর ইতিহাস মুছে ফেলতে শূলি পুকুর হয়ে উঠল 'জীবন সায়র'
আরও দেখুন

ফর্ম জমা দেওয়ার জন্য UR/OBC: ১০০ টাকা। SC/ST: ৫০ টাকা। অনলাইনে নেট ব্যাঙ্কিং/ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে। নিয়োগ-সম্পর্কিত যেকোনো আপডেটের জন্য wbhealth.gov.in এবং murshidabad.gov.in ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Job News: জেলা স্বাস্থ্য বিভাগে বিপুল কর্মসংস্থান! আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত, বিশদে জেনে রেজিস্ট্রেশন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল