TRENDING:

Madhyamik Examination 2025: 'মাধ্যমিকের পর...', পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের উদ্দেশে পড়ল বিশেষ পোস্টার! কী বার্তা লেখা জানেন?

Last Updated:

মাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের চাপ মুক্ত করতে এক পঞ্চায়েত উপপ্রধানের বিশেষ উদ্যোগ, পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ পোষ্টার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের উদ্দেশ‍্যে বিশেষ পোস্টার! বাগনানের মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র। ২০২৫ মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে এই কেন্দ্রে দারুন ভাবে সাড়া পড়েছে। জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের শুভ কামনায় পড়ুয়াদের হাতে ফুল পেন হাতে তুলে দেওয়া হয়।
advertisement

পুলিশ এবং ক্লাব প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্য শিবির জেলার বিভিন্ন প্রান্তে। জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের প্রতিক্ষার জন‍্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেরকম একটি উদ্যোগ দেখা গেল তাদের বাগনানে। মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠের পাশে একটি ফুটবল মাঠে অভিভাবকদের বসার জায়গা। সেখানেই একটি পোষ্টার লাগান হয়েছে অভিভাবকদের উদ্দেশে।

আরও পড়ুন: বন্ধুর জন‍্য ফিরিয়ে দেন শোলের ‘আইকনিক’ চরিত্রের অফার! আমজাদ নয়, জানেন কে হতেন ‘গব্বর’? নাম শুনলে বিশ্বাসই হবে না

advertisement

প্রতিক্ষালয়, চা, জল এবং বিস্কুটের ব্যবস্থা করেছিলেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান। বাগনানের বিধায়ক অরুণাভ সেনের নির্দেশ মত এই আয়োজন প্রতি বছর করা হয় বলে জানা গিয়েছে।

View More

অস্থায়ী অভিভাবক প্রতিক্ষালয় তৈরি করা হয়। সেখানে লাগানো রয়েছে অভিনব পোষ্টার। সেই পোষ্টার ঘিরে তীব্র উৎসাহের সৃষ্টি হয়। পোষ্টারে লেখা রয়েছে ” মাধ্যমিকের পর সন্তানদের সময় দিন, প্লিজ।’’

advertisement

বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান জানালেন, “মাধ্যমিকের পর সন্তানরা একটু বেশিচাপে থাকে। অনেক সময়ে অঘটন ঘটে। বর্তমান সময়ে অনেক অভিভাবক হয়ত অজান্তেই প্রত্যাশা তৈরী করেন।’’ এই সময় তাই সন্তানদের বেশি সময় দেওয়া বিশেষ জরুরী বলে মনে করেন তিনি। যে কারণে এই পোষ্টার লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2025: 'মাধ্যমিকের পর...', পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের উদ্দেশে পড়ল বিশেষ পোস্টার! কী বার্তা লেখা জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল