পুলিশ এবং ক্লাব প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্য শিবির জেলার বিভিন্ন প্রান্তে। জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের প্রতিক্ষার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেরকম একটি উদ্যোগ দেখা গেল তাদের বাগনানে। মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠের পাশে একটি ফুটবল মাঠে অভিভাবকদের বসার জায়গা। সেখানেই একটি পোষ্টার লাগান হয়েছে অভিভাবকদের উদ্দেশে।
advertisement
প্রতিক্ষালয়, চা, জল এবং বিস্কুটের ব্যবস্থা করেছিলেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান। বাগনানের বিধায়ক অরুণাভ সেনের নির্দেশ মত এই আয়োজন প্রতি বছর করা হয় বলে জানা গিয়েছে।
অস্থায়ী অভিভাবক প্রতিক্ষালয় তৈরি করা হয়। সেখানে লাগানো রয়েছে অভিনব পোষ্টার। সেই পোষ্টার ঘিরে তীব্র উৎসাহের সৃষ্টি হয়। পোষ্টারে লেখা রয়েছে ” মাধ্যমিকের পর সন্তানদের সময় দিন, প্লিজ।’’
বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান জানালেন, “মাধ্যমিকের পর সন্তানরা একটু বেশিচাপে থাকে। অনেক সময়ে অঘটন ঘটে। বর্তমান সময়ে অনেক অভিভাবক হয়ত অজান্তেই প্রত্যাশা তৈরী করেন।’’ এই সময় তাই সন্তানদের বেশি সময় দেওয়া বিশেষ জরুরী বলে মনে করেন তিনি। যে কারণে এই পোষ্টার লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
রাকেশ মাইতি





