কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার ভিত্তিতেই প্রীতিশার নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। জাতীয় স্তরের এই কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়া এনসিসি ক্যাডেটদের কাছে অত্যন্ত সম্মানের বলে মনে করা হয়।
advertisement
দিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত এনসিসি ক্যাডেটরা অংশ নেন। সেই মঞ্চে নৈহাটির এই কলেজ ছাত্রীর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় খুশি কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা।
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রীতিশার এই সাফল্য ভবিষ্যতে আরও ছাত্র-ছাত্রীদের এনসিসিতে যোগ দিতে ও জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরতে অনুপ্রাণিত করবে। প্রীতিশার পরিবারও তাঁর এই কৃতিত্বে গর্বিত বলে জানিয়েছে।
ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি হল দেশের একটি যুব সংগঠন, যার মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। স্কুল ও কলেজ স্তরে এনসিসি কার্যক্রম পরিচালিত হয়। নৈহাটি-সহ জেলার বিভিন্ন স্কুল কলেজ গুলিতে তাই ছাত্র-ছাত্রীদের এই এনসিসি প্রশিক্ষনের সুযোগ রয়েছে।






