Sholay: বন্ধুর জন‍্য ফিরিয়ে দেন শোলের ‘আইকনিক’ চরিত্রের অফার! আমজাদ নয়, জানেন কে হতেন ‘গব্বর’? নাম শুনলে বিশ্বাসই হবে না

Last Updated:
Sholay: শুধু তাই নয়, জানলে অবাক হবেন, একজন নয়, দু'দুজন বলি অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন ‘শোলে’ ছবিতে গব্বরের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব। আইকনিক এই চরিত্রের গল্পও যেন এক আস্ত সিনেমা।
1/7
দেশের সর্বকালের সেরা হিট ছবির কথা উঠলে অবধারিত যে নাম সবার মুখেই চলে আসে শোলের নাম। ‘শোলে’র মতো জনপ্রিয়তা খুব কম হিন্দি ছবির পেয়েছে। আজও বহুজনের প্রিয় ছবি ‘শোলে’।
দেশের সর্বকালের সেরা হিট ছবির কথা উঠলে অবধারিত যে নাম সবার মুখেই চলে আসে শোলের নাম। ‘শোলে’র মতো জনপ্রিয়তা খুব কম হিন্দি ছবির পেয়েছে। আজও বহুজনের প্রিয় ছবি ‘শোলে’।
advertisement
2/7
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং আমজাদ খান অভিনীত এ ছবি একসময় বক্স অফিস কাঁপিয়েছে। অসাধারণ গল্প, অনবদ‍্য অভিনয়, আরডি বর্মনের সুরে অভূতপূর্ব প্রতিটি গান, শোলের সাফল‍্য গাথায় সকলেরই অবদান সমান।
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং আমজাদ খান অভিনীত এ ছবি একসময় বক্স অফিস কাঁপিয়েছে। অসাধারণ গল্প, অনবদ‍্য অভিনয়, আরডি বর্মনের সুরে অভূতপূর্ব প্রতিটি গান, শোলের সাফল‍্য গাথায় সকলেরই অবদান সমান।
advertisement
3/7
এ ছবির সমস্ত চরিত্রই নিজ গুণে সেরা। কিন্তু সব চরিত্রের জনপ্রিয়তাকে ছাপিয়ে যায় ‘গব্বরের’ ভূমিকায় আমজাদ খানের অভিনয়। ভিলেন হিসেবে বলিপাড়ায় পা রেখে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।
এ ছবির সমস্ত চরিত্রই নিজ গুণে সেরা। কিন্তু সব চরিত্রের জনপ্রিয়তাকে ছাপিয়ে যায় ‘গব্বরের’ ভূমিকায় আমজাদ খানের অভিনয়। ভিলেন হিসেবে বলিপাড়ায় পা রেখে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।
advertisement
4/7
কিন্তু জানেন কি শোলের গব্বরের চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না আমজাদ। বলিউডের অন‍্য এক নামজাদা অভিনেতার কাছেই প্রথম গিয়েছিল এই চরিত্রের প্রস্তাব। কে তিনি? কেন ফিরিয়ে দিয়েছিলেন এমন অনবদ‍্য চরিত্রের প্রস্তাব?
কিন্তু জানেন কি শোলের গব্বরের চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না আমজাদ। বলিউডের অন‍্য এক নামজাদা অভিনেতার কাছেই প্রথম গিয়েছিল এই চরিত্রের প্রস্তাব। কে তিনি? কেন ফিরিয়ে দিয়েছিলেন এমন অনবদ‍্য চরিত্রের প্রস্তাব?
advertisement
5/7
শুধু তাই নয়, জানলে অবাক হবেন, একজন নয়, দু'দুজন বলি অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন ‘শোলে’ ছবিতে গব্বরের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব। আইকনিক এই চরিত্রের গল্পও যেন এক আস্ত সিনেমা।
শুধু তাই নয়, জানলে অবাক হবেন, একজন নয়, দু'দুজন বলি অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন ‘শোলে’ ছবিতে গব্বরের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব। আইকনিক এই চরিত্রের গল্পও যেন এক আস্ত সিনেমা।
advertisement
6/7
গব্বরের চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বলিউডের সুপরিচিত ভিলেন ড‍্যানি। কিন্তু যেসময় ড‍্যানিকে এই চরিত্র অফার করা হয়েছিল, তিনি তখন মুম্বইতে ছিলেন না। শ‍্যুটিংয়ের কাজে বাইরে ছিলেন।
গব্বরের চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বলিউডের সুপরিচিত ভিলেন ড‍্যানি। কিন্তু যেসময় ড‍্যানিকে এই চরিত্র অফার করা হয়েছিল, তিনি তখন মুম্বইতে ছিলেন না। শ‍্যুটিংয়ের কাজে বাইরে ছিলেন।
advertisement
7/7
ড‍্যানি নাকচ করে দেওয়ার পর এই অফার যায় বলিউডের আর এক দুঁদে ভিলেন রঞ্জিতের কাছে। কিন্তু ড‍্যানি এবং রঞ্জিত ছিলেন একে অপরের বন্ধু। বন্ধু কোনও কারণে পারছেন না বলে সেই চরিত্রে তিনি করবেন, বন্ধুত্বের খাতিরে এমনটা করতে চাননি রঞ্জিত। ফলে তিনিও না বলে দেন। শেষমেশ আমজাদ খানের ঝুলিতে যায় গব্বরের চরিত্র। তৈরি হয় ইতিহাস।
ড‍্যানি নাকচ করে দেওয়ার পর এই অফার যায় বলিউডের আর এক দুঁদে ভিলেন রঞ্জিতের কাছে। কিন্তু ড‍্যানি এবং রঞ্জিত ছিলেন একে অপরের বন্ধু। বন্ধু কোনও কারণে পারছেন না বলে সেই চরিত্রে তিনি করবেন, বন্ধুত্বের খাতিরে এমনটা করতে চাননি রঞ্জিত। ফলে তিনিও না বলে দেন। শেষমেশ আমজাদ খানের ঝুলিতে যায় গব্বরের চরিত্র। তৈরি হয় ইতিহাস।
advertisement
advertisement
advertisement