North 24 Parganas News: বাংলার গর্ব! দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হাঁটবেন নৈহাটির ছাত্রী
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
নৈহাটির ছাত্রী এবার হাটবেন প্রজাতন্ত্র দিবসে রাজধানীর কুচকাওয়াজে!
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নৈহাটির ছাত্রী প্রীতিশা প্রসাদ এবার হাটবেন প্রজাতন্ত্র দিবসে রাজধানীর কুচকাওয়াজে! ইতিমধ্যেই নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ ফর উইমেন-এর এই ছাত্রী প্রীতিশা প্রসাদ ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি কলেজের এনসিসি-র তৃতীয় বর্ষের ছাত্রী।
কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার ভিত্তিতেই প্রীতিশার নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। জাতীয় স্তরের এই কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়া এনসিসি ক্যাডেটদের কাছে অত্যন্ত সম্মানের বলে মনে করা হয়।
advertisement
advertisement
দিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত এনসিসি ক্যাডেটরা অংশ নেন। সেই মঞ্চে নৈহাটির এই কলেজ ছাত্রীর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় খুশি কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা।
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রীতিশার এই সাফল্য ভবিষ্যতে আরও ছাত্র-ছাত্রীদের এনসিসিতে যোগ দিতে ও জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরতে অনুপ্রাণিত করবে। প্রীতিশার পরিবারও তাঁর এই কৃতিত্বে গর্বিত বলে জানিয়েছে।
advertisement
ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি হল দেশের একটি যুব সংগঠন, যার মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। স্কুল ও কলেজ স্তরে এনসিসি কার্যক্রম পরিচালিত হয়। নৈহাটি-সহ জেলার বিভিন্ন স্কুল কলেজ গুলিতে তাই ছাত্র-ছাত্রীদের এই এনসিসি প্রশিক্ষনের সুযোগ রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 5:27 PM IST










