বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিশেষ এক গবেষণা সংক্রান্ত প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়োগ করবে আইআইটি খড়গপুর। সেক্ষেত্রে শুধুমাত্র স্নাতক থাকলেই করতে পারবেন আবেদন। মোটা অঙ্কের বেতনে চাকরি দিচ্ছে প্রাচীন এই প্রতিষ্ঠান। ডিরেক্টরেট অফ ফিউচারিস্টিক টেকনোলজি ম্যানেজমেন্ট, প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের অর্থ সহযোগিতায় Secure and Intelligent Indigenous Network Packet Processor on Field Programmable Gate Array with Hardware based Stateful Firewall for Real-time Intrusion Detection/Prevention(NGS) এই প্রকল্পে সংক্ষিপ্ত সময়ের কাজের জন্য একজন কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর।
advertisement
আরও পড়ুনঃ কালিম্পং-দার্জিলিংয়ে সরকারি দফতরে কাজের সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
আইআইটির সূত্রে খবর, আবেদনকারীকে ন্যূনতম যেকোনও বিষয়ে স্নাতক পাস করতে হবে। শুধু তাই নয়, কম্পিউটারে অফিস এপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। এম এস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও আবেদনের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞতা থাকা দরকার। আবেদনকারীর বয়স তবে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে ২৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে একজন কর্মী নিয়োগ করবে, আইআইটি খড়গপুর। আবেদন জানানোর শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৫। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মুল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।






