North Bengal Budget Trip: এক পা ভারতে, অন্য পা তখন নেপালে! জঙ্গল, পাহাড়ে ঘেরা অপূর্ব পাহাড়ি গ্রাম, শীতের ছুটিতে ঘুরে আসুন গুফাপাতাল

Last Updated:
North Bengal Budget Trip: শীত পড়েছে, পাহাড় ডাকছে। শহরের ব্যস্ততা আর কুয়াশায় ঢাকা সকাল ফেলে একটু দূরে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে? একবার ঘুরে আসতে পারেন এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে এক পা ভারতের মাটিতে, আরেক পা নেপালের মাটিতে।
1/7
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: শীত পড়েছে, পাহাড় ডাকছে। শহরের ব্যস্ততা আর কুয়াশায় ঢাকা সকাল ফেলে একটু দূরে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে? তাহলে একবার ঘুরে আসতে পারেন এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে এক পা ভারতের মাটিতে, আরেক পা নেপালের মাটিতে। যেখানে সকালবেলায় রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা, দুপুরে মেঘের রাজত্ব, আর সন্ধ্যায় দেখা মেলে দুই দেশের মিলিত আলোয় রঙিন আকাশের। এই রহস্যময় জায়গাটির নাম গুফাপাতাল।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: শীত পড়েছে, পাহাড় ডাকছে। শহরের ব্যস্ততা আর কুয়াশায় ঢাকা সকাল ফেলে একটু দূরে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে? তাহলে একবার ঘুরে আসতে পারেন এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে এক পা ভারতের মাটিতে, আরেক পা নেপালের মাটিতে। যেখানে সকালবেলায় রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা, দুপুরে মেঘের রাজত্ব, আর সন্ধ্যায় দেখা মেলে দুই দেশের মিলিত আলোয় রঙিন আকাশের। এই রহস্যময় জায়গাটির নাম গুফাপাতাল।
advertisement
2/7
*মিরিক ও লেপচাজগতের মাঝামাঝি, পাহাড়ের কোল ঘেঁষে থাকা ছোট্ট এই গ্রাম এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের কাছে। প্রকৃতির কোলে সাজানো একগুচ্ছ হোমস্টে এখন পর্যটকদের জন্য খুলে দিয়েছে শীতের সবচেয়ে মনোরম আশ্রয়।
*মিরিক ও লেপচাজগতের মাঝামাঝি, পাহাড়ের কোল ঘেঁষে থাকা ছোট্ট এই গ্রাম এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের কাছে। প্রকৃতির কোলে সাজানো একগুচ্ছ হোমস্টে এখন পর্যটকদের জন্য খুলে দিয়েছে শীতের সবচেয়ে মনোরম আশ্রয়।
advertisement
3/7
*সবুজ প্রান্তর, কুয়াশায় মোড়া সকাল, বার-বি-কিউয়ের ধোঁয়া আর মৃদু পাহাড়ি সুর—সব মিলিয়ে এখানকার পরিবেশ যেন একেবারে সিনেমার দৃশ্য। প্রতিটি হোমস্টে তৈরি হয়েছে পাহাড়ের ঢালে, কাঠের ঘর, বড় জানালা, আর সামনে বিস্তীর্ণ ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এক ঝলকে। রাতে বনফায়ার জ্বেলে আড্ডা, তারার নিচে নরম আলোয় ঘেরা পাহাড়ি রাত—একবার এলেই মনে থাকবে সারাজীবন।
*সবুজ প্রান্তর, কুয়াশায় মোড়া সকাল, বার-বি-কিউয়ের ধোঁয়া আর মৃদু পাহাড়ি সুর—সব মিলিয়ে এখানকার পরিবেশ যেন একেবারে সিনেমার দৃশ্য। প্রতিটি হোমস্টে তৈরি হয়েছে পাহাড়ের ঢালে, কাঠের ঘর, বড় জানালা, আর সামনে বিস্তীর্ণ ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এক ঝলকে। রাতে বনফায়ার জ্বেলে আড্ডা, তারার নিচে নরম আলোয় ঘেরা পাহাড়ি রাত—একবার এলেই মনে থাকবে সারাজীবন।
advertisement
4/7
*দিনের আলোয় হাঁটতে পারেন গ্রামের আঁকাবাঁকা পথে, স্থানীয় মানুষের সঙ্গে গল্পে মেতে উঠতে পারেন, আর ইচ্ছে হলে নেপালের সীমান্ত ছুঁয়ে ঘুরে দেখতে পারেন বুদ্ধ পার্ক, অন্তু লেক কিংবা পশুপতি মার্কেট। আবার কাছেই রয়েছে মিরিক লেক, তাবাকোশি, গোপালধারা ভিউ পয়েন্ট — সবই এক ঘণ্টার দূরত্বে।
*দিনের আলোয় হাঁটতে পারেন গ্রামের আঁকাবাঁকা পথে, স্থানীয় মানুষের সঙ্গে গল্পে মেতে উঠতে পারেন, আর ইচ্ছে হলে নেপালের সীমান্ত ছুঁয়ে ঘুরে দেখতে পারেন বুদ্ধ পার্ক, অন্তু লেক কিংবা পশুপতি মার্কেট। আবার কাছেই রয়েছে মিরিক লেক, তাবাকোশি, গোপালধারা ভিউ পয়েন্ট — সবই এক ঘণ্টার দূরত্বে।
advertisement
5/7
*হোমস্টেগুলিতে রয়েছে বাঙালি ও পাহাড়ি খাবারের সংমিশ্রণ। সকালে পুরি-সবজি বা গরম ম্যাগি, দুপুরে ভাত-ডাল-সবজি-ডিম বা মাংস, আর বিকেলে চা-স্ন্যাক্সের সঙ্গে পাহাড়ি ঠান্ডায় ধোঁয়া ওঠা বারবিকিউ—সবই গৃহস্থালি উষ্ণতা আর আন্তরিক আতিথেয়তায় পরিবেশিত হয়।
*হোমস্টেগুলিতে রয়েছে বাঙালি ও পাহাড়ি খাবারের সংমিশ্রণ। সকালে পুরি-সবজি বা গরম ম্যাগি, দুপুরে ভাত-ডাল-সবজি-ডিম বা মাংস, আর বিকেলে চা-স্ন্যাক্সের সঙ্গে পাহাড়ি ঠান্ডায় ধোঁয়া ওঠা বারবিকিউ—সবই গৃহস্থালি উষ্ণতা আর আন্তরিক আতিথেয়তায় পরিবেশিত হয়।
advertisement
6/7
*শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে আড়াই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গুফাপাতালে। স্বল্প খরচে যাত্রা করতে চাইলে শেয়ার গাড়িতেও যাওয়া যায় সহজে। প্রতিদিন জনপ্রতি প্রায় ১২০০-২২০০ টাকার মধ্যে থাকা-খাওয়ার প্যাকেজ পাওয়া যায়।
*শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে আড়াই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গুফাপাতালে। স্বল্প খরচে যাত্রা করতে চাইলে শেয়ার গাড়িতেও যাওয়া যায় সহজে। প্রতিদিন জনপ্রতি প্রায় ১২০০-২২০০ টাকার মধ্যে থাকা-খাওয়ার প্যাকেজ পাওয়া যায়।
advertisement
7/7
*শীতের ছুটিতে যখন সবাই খুঁজছে একটু নিরিবিলি, একটু অন্যরকম, তখন গুফাপাতালের একগুচ্ছ হোমস্টে যেন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো শান্তি। দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার এই অভিজ্ঞতা, একবার নয়—বারবার ফিরে আসতে বাধ্য করবে।
*শীতের ছুটিতে যখন সবাই খুঁজছে একটু নিরিবিলি, একটু অন্যরকম, তখন গুফাপাতালের একগুচ্ছ হোমস্টে যেন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো শান্তি। দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার এই অভিজ্ঞতা, একবার নয়—বারবার ফিরে আসতে বাধ্য করবে।
advertisement
advertisement
advertisement