North Bengal Budget Trip: এক পা ভারতে, অন্য পা তখন নেপালে! জঙ্গল, পাহাড়ে ঘেরা অপূর্ব পাহাড়ি গ্রাম, শীতের ছুটিতে ঘুরে আসুন গুফাপাতাল
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
North Bengal Budget Trip: শীত পড়েছে, পাহাড় ডাকছে। শহরের ব্যস্ততা আর কুয়াশায় ঢাকা সকাল ফেলে একটু দূরে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে? একবার ঘুরে আসতে পারেন এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে এক পা ভারতের মাটিতে, আরেক পা নেপালের মাটিতে।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: শীত পড়েছে, পাহাড় ডাকছে। শহরের ব্যস্ততা আর কুয়াশায় ঢাকা সকাল ফেলে একটু দূরে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে? তাহলে একবার ঘুরে আসতে পারেন এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে এক পা ভারতের মাটিতে, আরেক পা নেপালের মাটিতে। যেখানে সকালবেলায় রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা, দুপুরে মেঘের রাজত্ব, আর সন্ধ্যায় দেখা মেলে দুই দেশের মিলিত আলোয় রঙিন আকাশের। এই রহস্যময় জায়গাটির নাম গুফাপাতাল।
advertisement
advertisement
*সবুজ প্রান্তর, কুয়াশায় মোড়া সকাল, বার-বি-কিউয়ের ধোঁয়া আর মৃদু পাহাড়ি সুর—সব মিলিয়ে এখানকার পরিবেশ যেন একেবারে সিনেমার দৃশ্য। প্রতিটি হোমস্টে তৈরি হয়েছে পাহাড়ের ঢালে, কাঠের ঘর, বড় জানালা, আর সামনে বিস্তীর্ণ ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এক ঝলকে। রাতে বনফায়ার জ্বেলে আড্ডা, তারার নিচে নরম আলোয় ঘেরা পাহাড়ি রাত—একবার এলেই মনে থাকবে সারাজীবন।
advertisement
advertisement
advertisement
advertisement
