TRENDING:

HS Exam 2025: উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর পাওয়া হাতের মুঠোয়, লাস্ট মিনিট সাজেশন দিলেন বিশিষ্ট শিক্ষক

Last Updated:

HS Exam 2025: উচ্চ মাধ্যমিকে গল্পের বিভাগে মোট চারটি প্রশ্নের মধ্যে দু’টি প্রশ্নের উত্তর দিতে হয়। কীভাবে কোনটা লিখলে ছাঁকা নম্বর? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ইংরেজি পরীক্ষার নাম শুনলেই অনেক পড়ুয়ার মনের ভিতর সঞ্চার হয় ভয়ের। কীভাবে দূর করবেন ইংরেজি বিষয়ের প্রতি ভয় এবং খুব সহজেই পরীক্ষায় ভাল নম্বর পাবেন? সরাসরি শুনে নিন অভিজ্ঞ শিক্ষক অলোক জেটির কাছ থেকে।
advertisement

উচ্চ মাধ্যমিকে গল্পের বিভাগে মোট চারটি প্রশ্নের মধ্যে দু’টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই মোটামুটি তিনটি গল্প থেকেও যদি ভাল করে প্রস্ততি নেওয়া যায়, তা হলে কমন পাওয়া সম্ভব। এক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলিকে ভাল করে গুরুত্ব সহকারে অভ্যাস করা দরকার। কবিতার ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলা দরকার।

আরও পড়ুন: শীতের যাওয়ার বেলা দোসর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোন জেলা কবে ভিজবে? আবহাওয়ার বড় খবর

advertisement

গল্প, কবিতাগুলির থেকে প্রশ্নোত্তর তৈরি করার আগে সেগুলি ভাল করে পড়বে। ৫ নম্বরের প্রশ্নগুলিতে সাধারণত অনেকগুলি ভাগ থাকে। সেগুলির উত্তর পৃথক ভাবে লিখতে হবে। আর তার উত্তর যথাযথ হওয়া দরকার। আনসিন প্যাসেজ সাধারণত বিখ্যাত লেখক লেখিকাদের গল্প থেকে দেওয়া হয়। আনসিন প্যাসেজ খুব ভাল করে খুঁটিয়ে পড়তে হবে যাতে নির্ভুল উত্তর লেখা যায়। গ্রামার পার্টের আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণের প্যাসেজ যেহেতু পাঠ্যবই থেকেই আসে, তাই পাঠ্যবই ভাল করে পড়া উচিত।

advertisement

View More

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স ছাড়াই B.Tech. পড়ে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ! রইল ৫ কলেজের নাম-ঠিকানা-বার্ষিক খরচের খোঁজ

রাইটিং-এর বিভাগে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং-এর ক্ষেত্রে যে কোনও একটি লিখতে হয়। এর মধ্যে রিপোর্ট রাইটিং সাধারণত স্কুলে পালন করা হয়েছে এমন কোনও বিষয়ের উপর লিখতে হয়। এ ক্ষেত্রে কে রিপোর্ট লিখছে তাঁর নাম লিখতে যেন ভুল না হয়। লেটার রাইটিং-এর ক্ষেত্রে কমপ্লেন লেটার, লেটার টু দ্য এডিটর বা বিজনেস লেটার আসতে পারে। সব কিছুর ফরম্যাট ভাল করে জেনে নেওয়া প্রয়োজন | শেষ টিপস্‌অকারণে বেশি চিন্তিত না হয়ে, ভাল ভাবে অনুশীলন করলেই পরীক্ষা ভাল হতে পারে |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় হাজির হবে ডাক্তার, পাওয়া যাবে ওষুধ! জঙ্গলমহলে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2025: উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর পাওয়া হাতের মুঠোয়, লাস্ট মিনিট সাজেশন দিলেন বিশিষ্ট শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল