Engineering without Joint Entrance: জয়েন্ট এন্ট্রান্স ছাড়াই B.Tech. পড়ে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ! রইল ৫ কলেজের নাম-ঠিকানা-বার্ষিক খরচের খোঁজ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Engineering without Joint Entrance: জয়েন্টে ক্র্যাক করা অত সহজ নয়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে থাকেন তাহলেও বি.টেক ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না? পারবেন, কোথায় জেনে নিন...
advertisement
advertisement
বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (BITS) পিলানি, বি.টেক কোর্সে ভর্তির জন্য BITSAT (বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যাডমিশন টেস্ট) নিয়ে থাকে। BITS পিলানি- কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে বি.টেক কোর্স পড়ায় সুযোগ করে দিচ্ছে। এখানে প্লেসমেন্ট খুবই ভাল। কলেজে পড়ার বার্ষিক ফি প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা।
advertisement
advertisement
advertisement
ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি বি.টেক কোর্সে ভর্তির জন্য ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা (VITEEE) নিয়ে থাকে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে বি.টেক কোর্স করা যেতে পারে। এখানে বার্ষিক ফি প্রায় ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।
advertisement