TRENDING:

HS Exam Suggestion 2025: হাতে মাত্র কয়েকটা দিন...উচ্চ মাধ‍্যমিকে পদার্থবিদ‍্যাতে ছাঁকা নম্বর উঠবে কীভাবে? ‘সাজেশন’ দিলেন শিক্ষক

Last Updated:

HS Exam Physics Suggestion 2025: বেশিরভাগ পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা বিষয় নিয়ে ছাত্রছাত্রীরই ভীতি থাকে। এই বিষয়েও ভাল নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সকল ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীরা তৈরি হচ্ছে জীবনের বোর্ডের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য। তবে বেশিরভাগ পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা বিষয় নিয়ে ছাত্রছাত্রীরই ভীতি থাকে। এই বিষয়েও ভাল নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব। সেই বিষয়ে জানাচ্ছেন কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক জ্যোতির্ময় পাল।
advertisement

পদার্থবিদ্যার শিক্ষক জ্যোতির্ময় পাল জানান, “বহু পরীক্ষার্থী পদার্থ বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে এই বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য বিষয়ের থেকে এই বিষয়ে নম্বর পাওয়া অনেকটা সহজ। কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই সম্পূর্ণ নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা। পদার্থবিদ্যা বিষয়ের সারা বছর পড়া বিষয়গুলি শেষ মুহূর্তে রিভিশন করতে হবে। যাতে কোনটি বাকি না থাকে। তবেই অনেকটা সহজ হবে পরীক্ষার হলে বসে সমস্ত প্রশ্নের উত্তর করা ছাত্র-ছাত্রীদের জন্য।”

advertisement

আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’ আপনি? নখেই লুকিয়ে বড় ‘ক্লু’! নিজেই দেখে বুঝতে পারবেন কীভাবে? জেনে নিন

এছাড়া তিনি আরও জানান, “ছাত্র-ছাত্রীদের পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ একক ও সূত্রগুলি মুখস্ত করতে হবে। যাতে তা সহজেই পরীক্ষার খাতায় করা সম্ভব হয়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেও একবার সেই তালিকা দেখে নিতে হবে ভাল করে। বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলি অবশ্যই রিভিশন করতে হবে। তবে অযথা বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করবে না। সময় ধরে নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী পড়াশোনা করবে। যাতে মানসিক চাপ না পড়ে।”

advertisement

আরও পড়ুন: ৩১০০ কোটি টাকার সম্পত্তি, এক ডিভোর্সেই ‘ফাঁকা অ‍্যাকাউন্ট’! খোরপোশ দিতে হয় কয়েক’শ কোটি? বলিউডের সবচেয়ে ব‍্যয়বহুল বিচ্ছেদ কোন নায়কের জানেন?

এছাড়া আরও বেশ কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে সেগুলি নিচে লেখা হল:

১) মানসিক প্রস্তুতি নিতে হবে: বোর্ডের দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চমাধ্যমিক। তাই ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন প্রশ্ন করা হয় না।

advertisement

২) পরীক্ষা শুরুর ১৫ মিনিট: পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট ভাল করে খুঁটিয়ে প্রশ্নপত্র পড়ে নিতে হবে। যাতে সহজ প্রশ্ন এবং তুলনা মূলক কঠিন প্রশ্ন গুলি শনাক্ত করা যায়।

৩) সহজ উত্তর আগে করা: পরীক্ষায় খাতায় সবসময় সহজ প্রশ্ন গুলি আগে করে নিয়ে হয়। তবে পরীক্ষার কথা শুরুতে ভুল হওয়ার সম্ভাবনা থাকেনা।

advertisement

অভিজ্ঞ শিক্ষকের বলা এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজেই পদার্থবিদ্যা বিষয়ে ভাল নম্বর পাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam Suggestion 2025: হাতে মাত্র কয়েকটা দিন...উচ্চ মাধ‍্যমিকে পদার্থবিদ‍্যাতে ছাঁকা নম্বর উঠবে কীভাবে? ‘সাজেশন’ দিলেন শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল