TRENDING:

Panchayat Election 2023 | Bimal Gurung: পাহাড়ে পাল্টে গেল রাজনৈতিক অঙ্ক, পদ্মের ছাতার তলায় বিমল-অজয়! কী করবে তৃণমূল?

Last Updated:

Panchayat Election 2023 | Bimal Gurung: পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ। প্রায় দুই দশক পরে হতে চলা পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটে বিজেপির সঙ্গে জোট বাঁধল বিমল গুরুং, অজয় এডওয়ার্ড-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক দল। মঞ্চ গড়ে দুইয়ের বিরুদ্ধে আট রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা কর‍তে চলেছে পাহাড়ে। রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে বৈঠকের পর ওই জোটের কথা ঘোষণা করা হয়। আর পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন অধ্যায়ের উত্থানে সরগরম পাহাড়ের রাজনীতি।
advertisement

মূলত এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জোটের সঙ্গে লড়াই করবে ইউনাইটের গোর্খা মঞ্চ। আর সেই মঞ্চে রয়েছে বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, জিএনএলএফ, সিপিআরএম, অখিল ভারতীয় গোর্খা লিগ, সুমেটি মুক্তি মোর্চা, গোর্খাল্যান্ড রাজ্য নির্মান মোর্চা সহ আরও কয়েকটি আঞ্চলিক দল। আর ‘ইউনাইটেড গোর্খা মঞ্চ’ নামেই তারা পঞ্চায়েত নির্বাচন লড়বে।বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, “পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে আমাদের এই জোট। দুর্নীতি রুখতেই আমরা একসঙ্গে হয়েছি। এই জোটের সঙ্গে লোকসভা নির্বাচনের কোন সম্পর্ক নেই।”

advertisement

আরও পড়ুন: খাবার খেতে খেতে জল খান? সাবধান, শরীরে এই জটিল রোগ হতে পারে!

শনিবার থেকেই জোটের সলতে পাকানো শুরু করেছিলেন রাজু বিস্তা। রবিবার তিনি দার্জিলিংয়ে গিয়ে বিমল গুরুং, রোশন গিরি, অজয় এডওয়ার্ড, দাওয়া পাখরিন-সহ আরও অনেক নেতাকে নিয়ে বৈঠক করে তা চূড়ান্ত করে ফেলেন। তবে তার আগে সকালে তাদের মূল জোটসঙ্গী জিএনএলএফ সভাপতি মন ঘিসিংয়ের সঙ্গেও বৈঠক করেন। রাজুর দাবি, এই জোট শুধু পঞ্চায়েত নির্বাচনের জন্যই। সাংসদ রাজু বিস্তা বলেন, “বিজেপি সর্বভারতীয় দল তাই তাদের প্রার্থীরা পদ্ম চিহ্নে লড়াই করবে। আর আমাদের জোটসঙ্গীদের সকলের একটাই চিহ্ন হবে যা দেখে মানুষ বুঝতে পারবে। আমরা চাই দুর্নীতিমুক্ত পাহাড় গড়তে। তাই সকলে মিলে এই মঞ্চ তৈরি করেছি। আমাদের লক্ষ্য পাহাড়ে রাস্তা, নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা। প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয় চালু করা।”

advertisement

আরও পড়ুন: শরীরে ম্যাগনেশিয়ামের অভাব ঘুমের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে, অবশ্যই জানুন

বিমল গুরুং বলেন, “এই জোট পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত সীমিত। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি দেখে এই লড়াই।” কোন দল কত আসনে প্রার্থী দেবে? এর জবাবে রাজু বলেন, “আমরা জয়ী হওয়ার জন্য ময়দানে নেমেছি। যেখানে যে প্রার্থী দিলে লাভ হবে সেটাই করা হবে। এক্ষেত্রে কোন দল তা দেখা হবে না। এমনকী, অরাজনৈতিক প্রার্থীও দেওয়া হতে পারে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Panchayat Election 2023 | Bimal Gurung: পাহাড়ে পাল্টে গেল রাজনৈতিক অঙ্ক, পদ্মের ছাতার তলায় বিমল-অজয়! কী করবে তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল