আরও পড়ুন: নিচের দিকে ঝুলছিল তার, ধান কাটার মেশিন ঠেকতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা!
স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন রাস্তায় পড়ে আছে দু’জন। দ্রুত তাঁদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা নুর মহম্মদকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আনারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার বড় হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মৃতদের বাড়ি বারুইপুরের পূর্ব হাড়দা অঞ্চলে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
মৃতদের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধেয় নুর মহম্মদ লস্কর ও আনারুল বারুইপুরে রাসমাঠে ফুটবল খেলা দেখতে যান। সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার ওই দুই যুবকের পরিবারের হাতে দেহ তুলে দিয়েছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
অর্পন মণ্ডল