হোম /খবর /বীরভূম /
বিদ্যুতের তারে ঝুলছে শ্রমিকের দেহ, পাশে পড়ে আরও এক! কোথায় ঘটল

Birbhum News: নিচের দিকে ঝুলছিল তার, ধান কাটার মেশিন ঠেকতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা!

রবিবার সকালে একটি ধান কাটা মেশিনের পাশে ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে এক শ্রমিকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা৷ অন্য আরেক শ্রমিকেরও একইভাবে মৃত্যু হয়।

  • Share this:

বীরভূম: রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলছিল ১১০০০ ভোল্টের বিদ্যুৎবাহী তার। হঠাৎ তার সংস্পর্শে এসে রবিবার বীরভূমে মৃত্যু হয় উত্তরপ্রদেশের দুই যুবকের। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। অভিযোগ, বিপদের আশঙ্কা করে বহুবার এই বিদ্যুৎবাহী তার উপরের দিকে তোলার আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই কথায় কান দেয়নি বিদ্যুৎ দফতর। তারই বলি হল ভিন রাজ্যের ওই দুই যুবক।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে একটি ধান কাটা মেশিনের পাশে ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে এক শ্রমিকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা৷ অন্য আরেক শ্রমিকেরও একইভাবে মৃত্যু হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা জানান, ধান কাটার জন্য মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বিদ্যুৎবাহী তার এতটা নিচে নেমে এসেছে যে তা হঠাৎই মেশিনের সঙ্গে ঠেকে যায়। আর তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই তরতাজা দুটো প্রাণ চলে গেল।

আরও পড়ুন: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড় দৌড়ের দেখা মিলল জয়নগরে

যদিও তার ঝুলে থাকার অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের এক আধিকারিক। তিনি বলেন, তার ঝুলে ছিল না৷ তবে রাস্তা উঁচু হওয়ায় সমস্যা হয়েছে কি না তা তদন্ত করে দেখতে হবে। পূর্ণাঙ্গ তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয় বলে তিনি জানান।

তবে এই প্রথম নয়, বীরভূমে এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় খোদ বিদ্যুৎ দফতরের গাফিলতি নিয়ে সরব হয়েছিল এলাকার মানুষ। গত বছর দুর্গা পুজোর ঠিক আগে সিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় ট্রান্সফর্মারে কাজ করার সময় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে কাজ করার সময় কীভাবে শর্টসার্কিট হল সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তার কোন সঠিক জবাব পাওয়া যায়নি। ফের জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

শুভদীপ পাল

Published by:kaustav bhowmick
First published:

Tags: Birbhum news, Death