জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেসরকারি বাসের সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। বাসের ধাক্কায় পড়ুয়া সহ যাত্রীরা ছিটকে পড়ে যায়। জখম পড়ুয়া ও তাদের অভিভাবকদের চিকিৎসার জন্য নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিক্ষোভ। ওই এলাকায় কেন পুলিশের কোনও নজর ছিল না বলে অভিযোগ করেন তারা। গুরুত্বপূর্ণ এলাকা হলেও সেখানে কোনও ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার ছিল না বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: যাদবপুর হস্টেলে স্বপ্নদ্বীপের মৃত্যু, ঘরের ছেলের অকালে ঝরে যাওয়ায় ক্ষোভে ফুটছে বগুলা
পরিবারের পক্ষ থেকে জানা যায়, ক্ষুদে পড়ুয়া বালুরঘাটের একটি বেসরকারি বাংলা মিডিয়াম স্কুলে পড়ত। এই দিন স্কুল ছুটি হবার পর বালুঘাটের খাসপুর এলাকায় অটো করে ওই স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা বাড়ি ফিরছিলেন। এদিকে জখম ৩ জনের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। তাদের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
আরও পড়ুন: শাসক-বিরোধী মিলেই বোর্ড গঠন এই পঞ্চায়েতে! ঘটনা জানলে অবাক হবেন
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট ট্র্যাফিক ওসি বৃত্তিসুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী