Kali Puja 2025: হাঁড়ি দিয়ে তৈরি মণ্ডপ! ‘মাটির ঘরে শ্যামা’ থিমে পরিবেশ রক্ষার বার্তা, কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির বালুরঘাটের 'এই' ক্লাব

Last Updated:

Kali Puja 2025: এবারের থিম ‘মাটির ঘরে শ্যামা’। মণ্ডপের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন আকারের প্রায় ৫ হাজার মাটির হাঁড়ি, যা একদিকে পুরনো বাংলার ঐতিহ্য স্মরণ করায়, অন্যদিকে পরিবেশবান্ধবতার বার্তা পৌঁছে দেয়।

+
মাটির

মাটির হাঁড়ি দিয়ে তৈরি মণ্ডপ

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ মাটির হাঁড়ি সহ অন্যান্য পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে আস্ত পুজো মণ্ডপ। বালুরঘাটের এই প্যান্ডেলের ভিতর প্রবেশ করলেই পরিবেশ রক্ষার বার্তা পাবেন দর্শনার্থীরা। উদ্যোক্তারা মনে করছেন, শুধুমাত্র বালুরঘাট নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী পুজো মণ্ডপ দেখতে ভিড় জমাবেন। এবার পুজোয় দক্ষিণ দিনাজপুর জেলার দর্শনার্থীদের নজর কাড়বে মাটির হাঁড়ির তৈরি মণ্ডপ।
বালুরঘাট শহরের রামকৃষ্ণপল্লী স্পোটিং ক্লাব এবার ৪৯ তম বর্ষে পদার্পণ করল। এবারের থিম রাখা হয়েছে ‘মাটির ঘরে শ্যামা’। মণ্ডপের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন আকারের প্রায় ৫ হাজার মাটির হাঁড়ি, যা একদিকে পুরনো বাংলার ঐতিহ্য স্মরণ করায়, অন্যদিকে পরিবেশবান্ধবতার বার্তা পৌঁছে দেয়।
আরও পড়ুনঃ ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার! কারো কোনও ভ্রূক্ষেপ নেই! বালুরঘাটে দীপাবলীর আগে হচ্ছেটা কী
এই বিষয়ে ক্লাবের সহ সভাপতি সঞ্জয় দাস জানান, তাঁদের শ্যামাপুজো গত কয়েক বছর ধরে অন্যান্য ক্লাবকে টেক্কা দিচ্ছে। প্রচুর দর্শনার্থী এই পুজো দেখতে ভিড় জমান। এই বছর দর্শকরা মণ্ডপে প্রবেশ করে মাটির হাঁড়ি দিয়ে তৈরি আলংকারিক উপকরণ এবং প্রতিটি কোণে সাজানো শিল্পকর্ম দেখে মুগ্ধ হবেন। বিশেষত ছোট ছোট মাটির হাঁড়ি ও সেগুলির সাজানো প্যাটার্ন দর্শকের চোখে আনন্দের সঙ্গে সঙ্গে ভাবনার উদ্রেকও ঘটাবে।
advertisement
advertisement
বর্তমানে অনেক পুজো মণ্ডপ প্লাস্টিক, থার্মোকল সহ অন্যান্য কৃত্রিম উপকরণ দিয়ে তৈরি হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। সেই কারণেই এই কমিটি এবারের পুজোয় মাটির হাঁড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাটির হাঁড়ি দিয়ে মণ্ডপ তৈরি হওয়ায় এটি পুরোপুরি নিরাপদ এবং প্রাকৃতিক। এই প্যান্ডেলের মধ্যে দিয়ে মাটির তৈরি জিনিসপত্রের শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তাও তুলে ধরা হয়েছে। আবার একইসঙ্গে দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষার বার্তা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীরা শুধু মণ্ডপের সৌন্দর্য নয়, বরং পরিবেশবান্ধব থিমের গুরুত্বও অনুভব করতে পারবেন। পুজোর দিনগুলি দর্শনার্থীদের জন্য বিশেষ চমক থাকছে। এছাড়াও রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। প্রতিবছর নিত্যনতুন থিমের মধ্য দিয়ে চমক দিয়ে আসছে বালুরঘাটের রামকৃষ্ণপল্লী স্পোর্টিং ক্লাব পুজো কমিটি। তাঁদের এই বছরের থিমও সকলের নজর কাড়বে বলে মনে করছেন আয়োজকরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: হাঁড়ি দিয়ে তৈরি মণ্ডপ! ‘মাটির ঘরে শ্যামা’ থিমে পরিবেশ রক্ষার বার্তা, কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির বালুরঘাটের 'এই' ক্লাব
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement