দিওয়ালির আগে বড় পদক্ষেপ বালুরঘাট পুরসভার! সরিয়ে দেওয়া হল বাজি বাজার, এবার কোথায় কিনবেন? জানুন

Last Updated:

মাঠজুড়ে ঝলমল করছে আলো, চলছে মাইকে প্রচার। 'সবুজ বাজি কিনুন, নিরাপদ থাকুন।' সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার খোলা থাকছে।

+
আতশবাজির

আতশবাজির মেলা

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: আলোর উৎসবে বাজি তো লাগবেই। তবে সেই বাজি কিনতে এবার আর বালুরঘাটের তহবাজারে গেলে চলবে না। কারণ ঘিঞ্জি তহবাজারে দুর্ঘটনার আশঙ্কা থেকেই বাজি বাজার সরিয়ে নেওয়া হয়েছে। নতুন বাজির বাজার বসেছে বালুরঘাট হাই স্কুল মাঠে। মাঠজুড়ে ঝলমল করছে আলো, চলছে মাইকে প্রচার। ‘সবুজ বাজি কিনুন, নিরাপদ থাকুন।’ এই সবুজ আতশবাজির মেলায় মিলছে নানা ধরনের বাজি, রকেট, তুবড়ি, চরকি, ফোয়ারা, ঢাকা, ঝিলমিল ও ছোট ফ্লাওয়ার পট।
এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “আমরা সব বাজি বিক্রেতাকে এক জায়গায় এনে ফাঁকা মাঠে নিরাপদ পরিবেশে বাজার বসিয়েছি। এখানে জল, আলো, ডাস্টবিন সবকিছুরই ব্যবস্থা পুরসভা তরফে করা হয়েছে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার খোলা থাকছে।”
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুরের এবিষয়ে ক্রেতাদের কথায়, “সবুজ বাজি দেখতে সুন্দর লাগে। বিশেষ করে ফোয়ারা আর তুবড়ির আলো, তবে দাম একটু বেশি মনে হচ্ছে। আগে যে বাজি ২০০ টাকা দাম ছিল এখন তা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। হয়তো সবুজের প্রযুক্তি আলাদা, তাই একটু বেশি দাম। তবুও পরিবেশের কথা মাথায় রেখে এখন এটাই কিনতে হচ্ছে সকলকেই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তহবাজারের ঘিঞ্জি এলাকায় যেতে কিছুটা ভয় পেত সকলেই। এবার মাঠে খোলা জায়গায় পুলিশের নজরদারিতে নিরাপদ ভাবে বাজি কিনতে পারবেন সকলেই। এখানকার বাজিগুলো ফাটলে আলো ছড়ায়। এতে দূষণ কম, ধোয়াও নেই। পরিবেশের ক্ষতি না করেই যাতে উৎসবের আনন্দ নেওয়া যায় সেই চেষ্টায় করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ছট পুজো পর্যন্ত চলবে এই বাজির বাজার। মাইকিং করে প্রচার করা হচ্ছে শহর জুড়ে। “সবুজ বাজি কিনুন নিরাপদ দীপাবলি পালন করুন”। কর্মকর্তারা আশা করছেন উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতার ভিড়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দিওয়ালির আগে বড় পদক্ষেপ বালুরঘাট পুরসভার! সরিয়ে দেওয়া হল বাজি বাজার, এবার কোথায় কিনবেন? জানুন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement