Vitamin D Sunlight Timing: বিনামূল্যে অফুরান মহৌষধ, ভিটামিন ডি গায়ে মাখতে কখন রোদ পোহানোর সেরা সময় বলে দিলেন চিকিৎসক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vitamin D Sunlight Timing: এসেই গেল শীতকাল। এবার সূর্যের আলো নরম হয়ে আসবে। সূর্যের আলো গায়ে মেখে ভিটামিন ডি শোষণ করার সময় কখন? জানুন দিনের কোন সময়ে রোদ পোহাবেন। এবং রোদ পোহালে কী কী উপকার হয়।
advertisement
advertisement
advertisement
রোদে বসতে না জানার কারণে মানুষ যত ঘণ্টা বসে থাকুক না কেন, তাদের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দূর হয় না, সেজন্য সঠিক উপায় জানা খুবই জরুরি। পাশাপাশি, আপনি শীত বা গ্রীষ্মে রোদে বসে থাকুন না কেন, একটি জিনিস মনে রাখবেন যে আপনার চোখ এবং মুখকে রোদ থেকে রক্ষা করুন। কারণ বেশিক্ষণ রোদে বসে থাকলে চোখের সমস্যা হতে পারে এবং গায়ের রংও খারাপ হতে পারে।
advertisement
শীতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যে বসার সঠিক সময়, কারণ এই সময় সূর্যের নীল রশ্মি থাকে, যা সরাসরি আপনার শরীরে প্রভাব ফেলে। এবং ভিটামিন ডি-এর ঘাটতি কাটিয়ে ওঠার এটাই সঠিক সময়। যদিও আপনি কত ঘণ্টা রোদে বসে থাকবেন তা নির্দিষ্ট নয়, তবে শীতকালে রোদ পোহানোর সেরা সময় সকাল ১০ থেকে দুপুর ১২ পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
