JU Student Death: যাদবপুর হস্টেলে স্বপ্নদ্বীপের মৃত্যু, ঘরের ছেলের অকালে ঝরে যাওয়ায় ক্ষোভে ফুটছে বগুলা

Last Updated:

JU Student Death: স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টায় বগুলা স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন

+
বগুলা

বগুলা স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে মিছিল বার করে৷

বগুলা: ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল নদিয়ার বগুলায়। নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুন্ডু। ইচ্ছে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। নিজের মেধার জোরেই ভর্তি হয়ছিল সে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যায় স্বপ্নদ্বীপ। তবে যাওয়ার পরেই বিপত্তি, ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভাল লাগলেও তার ভাল লাগছিল না হস্টেল।
যাওয়ার পর থেকেই বাবা-মাকে ফোন করে সে। বাবা মাকে বলে তাঁকে নিয়ে যেতে। বাবা মা এল, তবে ছেলের মৃতদেহ নিতে। বুধবার রাতে স্বপ্নদ্বীপের মৃতদেহ পাওয়া যায় হস্টেলের নিচে।
advertisement
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বগুলায় বাড়ি স্বপ্নদীপ কুন্ডুর বুধবার রাত্রিতে হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। যদিও ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় বগুলা স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে বগুলা কলেজ থেকে বগুলা হাই স্কুল পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে।
advertisement
যারা স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। অন্যদিকে একাংশ বিক্ষোভকারীদের দাবি, ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সব বাবা মায়েরাই চেষ্টা করে, একইভাবে স্বপ্নদ্বীপের স্বপ্ন পূরণের জন্য তার বাবা-মাও চেষ্টা করেছিল, আর কোনো রকম সংসার চালিয়ে স্বপ্নদ্বীপকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তার বাবা মা। কিন্তু তার মৃত্যু কখনও এইভাবে হতে পারে না, তাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আর দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
JU Student Death: যাদবপুর হস্টেলে স্বপ্নদ্বীপের মৃত্যু, ঘরের ছেলের অকালে ঝরে যাওয়ায় ক্ষোভে ফুটছে বগুলা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement