আরও পড়ুন: বিশ্ব বিখ্যাত আদি-যোগী শিব মূর্তির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, জানুন কোথায়
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরাপুকুর এবং নয়াবাজার বজরাপুকুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে পুনর্ভবা নদী। নদীর পাশের গ্রামে প্রায় আট থেকে দশ হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন ধরেই তাঁদের চলার একমাত্র যানবাহন নৌকা। ছোট শিশু থেকে বৃদ্ধ সকলেরই নিত্য দিনের কাজকর্ম বা স্কুল, হাসপাতাল সব কিছুই নৌকা করে নদী পেরিয়ে যেতে হয়। বর্ষাকালে এই সমস্যা আরও দ্বিগুন হয়ে পড়ে। অনেকেই বিপদেও পড়েছেন। বহুবার একাধিক জায়গায় সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।
advertisement
এদিকে গ্রামবাসীদের বিক্ষোভ থেকে যাতে কোনও অপ্রীতকর পরিস্থিতি তৈরি না হয় তাই জেলাশাসকের কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। মূলত গ্রামের মহিলারাই সেতুর দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হন। বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসেন গ্রামবাসীরা। এরপর তাঁরা বিক্ষোভ দেখান৷
সুস্মিতা গোস্বামী