TRENDING:

Dakshin Dinajpur News: সেতুর দাবিতে জেলাশাসকের দফতরে তুমুল বিক্ষোভ

Last Updated:

দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানালেও তাতে কর্ণপাত করছিল না কেউ। বুধবার জেলাশাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: পুনর্ভবা নদীর উপর সেতু তৈরির দাবিতে জেলাশাসকের দফতরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। নয়াবাজার খেয়াঘাট পাড়ার বাসিন্দারা বুধবার দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের দ্বারস্থ হন এই দাবিতে। সেখানেই প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে তাঁরা বিক্ষোভ দেখান।
advertisement

আরও পড়ুন: বিশ্ব বিখ্যাত আদি-যোগী শিব মূর্তির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, জানুন কোথায়

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরাপুকুর এবং নয়াবাজার বজরাপুকুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে পুনর্ভবা নদী। নদীর পাশের গ্রামে প্রায় আট থেকে দশ হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন ধরেই তাঁদের চলার একমাত্র যানবাহন নৌকা। ছোট শিশু থেকে বৃদ্ধ সকলেরই নিত্য দিনের কাজকর্ম বা স্কুল, হাসপাতাল সব কিছুই নৌকা করে নদী পেরিয়ে যেতে হয়। বর্ষাকালে এই সমস্যা আরও দ্বিগুন হয়ে পড়ে। অনেকেই বিপদেও পড়েছেন। বহুবার একাধিক জায়গায় সমস্যার কথা জানিয়েও কোন‌ও সুরাহা হয়নি। তাই এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।

advertisement

View More

এদিকে গ্রামবাসীদের বিক্ষোভ থেকে যাতে কোন‌ও অপ্রীতকর পরিস্থিতি তৈরি না হয় তাই জেলাশাসকের কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। মূলত গ্রামের মহিলারাই সেতুর দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হন। বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসেন গ্রামবাসীরা। এরপর তাঁরা বিক্ষোভ দেখান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: সেতুর দাবিতে জেলাশাসকের দফতরে তুমুল বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল