তৃণমূলের তরফে নতুন প্রজন্মের কাছে কন্যাশ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্প তুলে ধরা হচ্ছে। বিজেপি আবার সম্প্রতি চাকরি চুরি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে ইস্যু করে প্রচারে নেমেছে। অন্যদিকে বামেরা অবশ্য রাজ্য, কেন্দ্র দুই সরকারের চাকরি দিতে না পারা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ নানা ইস্যুকে সামনে রেখে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছে।
এবিষয়ে এক নতুন ভোটার বলেন, ‘‘এছর প্রথম ভোট দেব। তাই খুব উৎসাহী। যারা সমাজের জন্য ভাল কাজ করতে পারবে বা ভাল কাজ করেছে, তাদের পক্ষেই ভোট দেব।’’
advertisement
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েতে জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন। তার মধ্যে ২০ বছরের নীচে রয়েছে ২০ হাজার ৫৩৪ জন। যার ফলে নতুন প্রজন্মের দিকে তাকিয়ে সব দল।
দক্ষিণ দিনাজপুরে নেই শিল্প, নেই কর্মসংস্থান বা ভাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। যার ফলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নানা ক্ষেত্রে সমস্যায় পড়ে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই পঞ্চায়েতে লড়াই শুরু বিরোধীদের।
সুস্মিতা গোস্বামী





