আরও পড়ুন: রাজ আমলের দিঘিকে দেখলে মনে হবে ডাস্টবিন! দ্রুত সংস্কারের আর্জি পরিবেশপ্রেমীদের
বালুরঘাটের গঙ্গাসাগর থেকে খিদিরপুর এলাকার সংযোগ আজও বাঁশের সাঁকোর মাধ্যমে রক্ষিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় কংক্রিটের স্থায়ী সেতু তৈরির কথা পঞ্চায়েতকে জানানো হচ্ছে। কিন্তু সমস্যার কোনও সুরাহা হয়নি। সেতু না থাকার ফলে প্রায় ৯-১০ কিলোমিটার ঘুরপথে বালুরঘাট সদরে আসতে হয়। দিন অথবা রাত, যেকোনও সময় রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হলে এই ঘুর পথ ধরতে হয়। ফলে অনেক সময় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।
advertisement
গ্রামের ঠিক সামনে দিয়ে বয়ে গেছে আত্রেয়ী নদী। শীত কালে বাঁশের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতে পারলেও বর্ষাকালে যাতায়াত করা সম্ভব নয়। ফলে গঙ্গাসাগর সহ তিন-চারটি গ্রামের প্রায় আট হাজার বাসিন্দাদের বিপাকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। গ্রামবাসীরা জানান, ভোট এলেই আত্রেয়ী নদীর উপর কংক্রিটের স্থায়ী সেতু তৈরির প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি। কিন্তু ভোট পার হয়ে গেলে কোনও দলের নেতাদের আর এলাকায় দেখা যায় না। তাঁরা এবার এর একটা স্থায়ী সমাধান চাইছেন।
সুস্মিতা গোস্বামী