Heritage Kaiya Dighi: রাজ আমলের দিঘিকে দেখলে মনে হবে ডাস্টবিন! দ্রুত সংস্কারের আর্জি পরিবেশপ্রেমীদের

Last Updated:

দীর্ঘ সময় ধরে অবহেলার কারণে এই দিঘিটির বেহাল অবস্থা। নোংরা আবর্জনা পড়ে থাকার কারণে কাইয়া দিঘিকে ডাস্টবিন মনে হচ্ছে।

+
রাজ

রাজ আমলের কাইয়া দিঘীর বেহাল দশা!

কোচবিহার: কোচ রাজাদের আমলে কোচবিহার শহরের বুকে খনন করা হয়েছিল বেশ অনেকগুলি দিঘি। এই দিঘিগুলির কারণেই অনেকে এই শহরকে দিঘির শহর বলেও আখ্যায়িত করেন। রাজ আমলে শহরবাসীর পানীয় জলের চাহিদা মিটত এই দিঘিগুলির জল থেকে। এছাড়াও শহরের বুকে কোন‌ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই দিঘির জল ছিল গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে রাজ আমলের বেশিরভাগ দিঘি বেহাল অবস্থায় পড়ে আছে। এর অন্যতম কাইয়া দিঘি। একে দেখলে দিঘির পরিবর্তে বর্তমানে নোংরা ডাস্টবিনে বলে মনে হতে পারে।
কোচবিহার শহরের কবিরাজ বাগানের বাসিন্দা অতনু বণিক বলেন, দীর্ঘ সময় ধরে অবহেলার কারণে এই দিঘিটির বেহাল অবস্থা। নোংরা আবর্জনা পড়ে থাকার কারণে কাইয়া দিঘিকে ডাস্টবিন মনে হচ্ছে। পথ চলতি মানুষের একাংশ এই দিঘির মধ্যেই শৌচকর্ম করে। এছাড়াও দিঘির একপাশ অবৈধভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে ক্রমশ। কোচবিহারের সার্থে এই দিঘিটির দ্রুত সংস্কার করা দরকার বলে তিনি জানান। তাঁর অভিযোগ, এই বিষয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও তারা উদাসীন। একবার যত সামান্য টাকা বরাদ্দ হলেও তাতে কাজের কাজ কিছু হয়নি বলে জানান তিনি।
advertisement
advertisement
শহরের পরিবেশপ্রেমী অর্ধেন্দু বণিক জানান, আগে কোচবিহার পুরাতন বাজার বা ভবানীগঞ্জ বাজারে আগুন লাগার পর এই দিঘির জল দিয়ে আগুন নেভানো হয়েছিল। তবে বর্তমানে এই দিঘির যা অবস্থা জল নেওয়া তো দূরে থাক, জল দেখাই যায়না। নোংরা আবর্জনা জমে জমে ঘাটগুলির অবস্থা একেবারে বেহাল। কাইয়া দিঘির মধ্যে কচুরিপানা জমে সেটি আগাছায় পরিপূর্ন হয়ে গিয়েছে। রাজ আমলের হেরিটেজ এই দিঘীর অবিলম্বে সংস্কার প্রয়োজন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Heritage Kaiya Dighi: রাজ আমলের দিঘিকে দেখলে মনে হবে ডাস্টবিন! দ্রুত সংস্কারের আর্জি পরিবেশপ্রেমীদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement