এ বিষয়ে সুকান্ত মজুমদার জানান,”মা আসছেন। মায়ের আগমন উপলক্ষে চারদিকে সাজো সাজো রব। এদিন নিউটাউন ক্লাবের খুঁটিপুজোর মধ্যে দিয়ে আমাদের সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। এবারের বিশেষ আকর্ষণ হল মুম্বই থেকে আনা লাইট অ্যান্ড সাউন্ড-এর মাধ্যমে ভারতীয় সেনার গৌরবগাথা তুলে ধরা।’’ এই প্রচেষ্টা দেখতে জেলা সহ জেলার বাইরের লক্ষ লক্ষ মানুষ আসবেন বলে আশা করছেন তিনি।
advertisement
প্রতি বছর থিমপুজোর মধ্যে দক্ষিণ দিনাজপুরের অন্যান্য বড় ক্লাবগুলির মত নিউটাউন ক্লাবও নজর কাড়ে। বেশ কয়েকবার জেলার সেরা পুজোগুলির মধ্যে ওই পুজো স্থান পেয়েছে। এর আগেও বুর্জ খলিফা, রাম মন্দির, ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ গড়ে চমক দিয়েছিল ক্লাব। এমনকি অনলাইন মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আগে পুজো উদ্বোধন করেছেন। তাই এবারও বড় চমকের জন্য অপেক্ষা করছেন বালুরঘাটবাসী।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 9:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja Theme 2025: লাইট অ্যান্ড সাউন্ডে ভারতীয় সেনার গৌরবগাথা, এই ক্লাবের এ বার দুর্গাপুজোর থিম ‘অপারেশন সিঁদুর’