স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণ দিনাজপুরে।টানা বৃষ্টিতে মাটির দেওয়াল জল পেয়ে আলগা হয়ে গিয়েছিল, এমনই অনুমান।এদিন দুপুর বারোটা নাগাদ মিনতিদেবী বাড়ির কাজ করছিলেন। আচমকাই সেই সময় ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে। সেই দেওয়ালেই বৃদ্ধা সেখানেই চাপা পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার৷
advertisement
আরও পড়ুন Rakhi 2023: হাতের রাখি কামড়ে খাবে! ছোটরা পাবে দারুণ মজা
দেওয়াল ভেঙে পড়াতে বিকট আওয়াজ হয়৷ প্রতিবেশীরা ছুটে আসেন৷ এসে দেখেন যে মিনতিদেবী চাপা পড়ে গিয়েছেন৷ এরপরেই,স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যান।তাদের ধারণা মাটির দেওয়াল বৃষ্টির জলে নরম হয়ে আলগা হবার কারণেই এমন ঘটনা ঘটেছে।এরপরেই খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানার পুলিশকে।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে তা ময়নাতন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ বিষয়টি জানাজানি হতে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী






