এই ইচ্ছাময়ী কালী মায়ের পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়ে থাকেন প্রতিবছরই। নবীন ভাস্করের তৈরি চতুর্থ মূর্তি মনোহলি জমিদার বাড়ির গৃহদেবতা এই ইচ্ছাময়ী কালী। শতাব্দী প্রাচীন এই ইচ্ছাময়ী কালী পুজোকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। জমিদারি রীতি রেওয়াজ মেনে নিষ্ঠা ভরে মায়ের পুজো হয়ে এলেও পরবর্তীতে এই পুজো প্রায় বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন:চপ শিঙারা নয়! অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন ‘এই’ মোয়া! রইল রেসিপি
প্রায় ৬০ বছর অতিক্রম হয়েছে, একসময় জমিদার বাড়ির পুত্রবধূর হাত ধরেই আবার এই পুজোর সূচনা হয়। যা প্রায় বর্তমানে ২০ বছর ধরে চলছে। বর্তমান প্রজন্মের জমিদার বংশের অমর বন্দ্যোপাধ্যায় এর কথায়, দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো উপলক্ষে জমিদার পরিবারের নানা অনুষ্ঠান হত, বসতো নহবতখানা, এছাড়াও বিশেষ পুজো অনুষ্ঠানের মাধ্যমে লোকজনকেও খাওয়ানো হত পুজোর কদিন।
সুস্মিতা গোস্বামী