বালুরঘাট হাসপাতালের পর এবারে বালুরঘাট থানার মুকুটে সাফল্যের নতুন পালক। রাজ্যের সেরা হাসপাতালের পর রাজ্যের সেরা থানার শিরোপাও ছিনিয়ে নিল বালুরঘাট। মাস খানেক আগেই এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত ১৮ জুলাই বালুরঘাট থানার অফিসারদের হাতে ওই পুরস্কার তুলে দেন পুলিশ কর্তা কে.জয়রামন।
আরও পড়ুন: সিপিএম থেকে বিজেপিতে গিয়ে ভোটে জিতেও পঞ্চায়েত সদস্য হওয়া হল না প্রাক্তন প্রধানের!
advertisement
গত কয়েক বছরে বালুরঘাট থানায় বাহ্যিক ও অভ্যন্তরীণ আমূল পরিবর্তন ঘটেছে।ব্রিটিশ আমলে তৈরি বালুরঘাট থানা বহু ইতিহাস ও আন্দোলনের সাক্ষী। সেই পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝাঁ চকচকে ভবনে থানা তুলে আনা হয়। কিন্তু থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটরবাইকে ভর্তি হয়ে থাকত প্রবেশ পথ। থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। বাইরের রাস্তা থেকে থানার দিকে তাকালেই যেন একটা ভীতি কাজ করত। সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেওয়া হয়। আর তাতেই এল এমন সাফল্য।
একেবারে আমূল বদলে গিয়েছে থানা চত্বর। সেখানে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। সেনে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা আছে। পার্কের দেওয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের জনপ্রিয় সব কার্টুন চরিত্র।
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজার দাবি, বালুরঘাট থানার ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা জানিয়েছেন সেখানকার পুলিশ কর্তারা।
সুস্মিতা গোস্বামী