সূত্রের খবর, স্টেশনের কাজ বর্তমানে কী অবস্থায় আছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন ডিআরএম৷ এছাড়াও বালুরঘাট স্টেশনকে রেল দফতর তাদের অমৃত ভারত স্টেশনের তালিকায় রেখেছে। ফলে হাওড়া, শিয়ালদহ, মালদহের মতো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশনও আর কিছুদিনের মধ্যেই বিশ্বমানের হয়ে উঠবে। দ্রুত অমৃত ভারত প্রকল্পের কাজও শুরু হয়ে যাবে বলে রেল সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: বাগান করতে ভালবাসেন? সিউড়ির এই বাড়ির কোণ আপনাকে নতুন আইডিয়া দেবে
অমৃত ভারত প্রকল্পে বালুরঘাট স্টেশনকে অত্যাধুনিক করে তোলা হলেও এর বাহ্যিক রূপ ঐতিহ্য বজায় রেখেই করা হবে বলে জানান ডিআরএম। তিনি জানিয়েছেন, খুব দ্রুত অমৃত ভারত প্রকল্পের কাজ করা হবে এখানে। পাশাপাশি বালুরঘাট-হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ কী অবস্থায় আছে তাও খতিয়ে দেখেন তিনি।
বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছিলেন বালুরঘাট থেকে দুটি ট্রেনের জন্য। সেই ট্রেন চালু হওয়া নিয়ে ডিআরএম বলেন, এই বিষয়টি রেলমন্ত্রক দেখছে। সঠিক সময়েই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
সুস্মিতা গোস্বামী