TRENDING:

South Dinajpur News: মা ও শিশুর চিকিৎসায় বড় খবর জেলায়! চালু ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র

Last Updated:

মা ও শিশুর স্বাস্থ্যরক্ষায় বড় খবর জেলায়। শুরু ৩৪ টি উপস্বাস্থ্যকেন্দ্র। প্রত্যন্ত গ্রামের মানুষেরা সহজেই চিকিৎসা পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র চালু জেলায়। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে মূলত প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। বেশি গুরুত্ব দেওয়া হবে, মা ও শিশু চিকিৎসা সহ স্বাস্থ্য বিধান রক্ষা করার ক্ষেত্রে। এছাড়াও অন্যান্য যেকোনো ছোটখাটো সমস্যায় প্রাথমিক চিকিৎসা এই সমস্ত সাব সেন্টার থেকেই করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement

এবিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানান,”বালুরঘাটে মেডিকেল কলেজ হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। রাজ্যের মাত্র দুটি জেলাতেই মেডিকেল কলেজ নেই। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা একটি। তাই এই জেলায় মেডিকেল কলেজ খুব শীঘ্রই হবে।”এদিন বালুরঘাটের প্রশাসনিক ভবনের বালুছায়া সভা হল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।

advertisement

আরও পড়ুন:গরমে কুলকুল করে ঘামেন? মুখের মেক-আপ, জামা-কাপড় সব ভিজে একশা? এই সহজ টোটকায় ঘামের সমস্যা মিটবে

গঙ্গারামপুর ব্লকে ৩ টি। হিলি ব্লকে ১ টি। কুশমন্ডি ৭, তপন ১২, এবং হরিরামপুরে ১১ টি উপস্বাস্থ্য কেন্দ্রের সূচনা করা হয়। প্রসঙ্গত, বছর দুয়েক আগে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে উপস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বাড়ানোর বিষয়ে বলেছিলেন। প্রতি ৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে উপস্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই অনুযায়ী, রাজ্যে মোট ৪৬৬১ টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: মা ও শিশুর চিকিৎসায় বড় খবর জেলায়! চালু ৩৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল