স্থানীয় এক বাসিন্দা জিতেন বর্মণ জানান, দুপুর নাগাদ তাঁর ছেলের সঙ্গে মোট ১০ থেকে ১২ জন বন্ধু নদীতে মাছ ধরতে গিয়েছিল। তাঁর ছেলের সেই বন্ধুদের মধ্যেই একজন আচমকাই জলের মধ্যে তলিয়ে যায়। আসলে জলে ডুবে যাওয়া যুবক জলের গভীরতা বুঝতে পারেনি বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে সেই যুবককে বাঁচানোর চেষ্টা করেছিল তাঁর ছেলে ও অন্যান্য বন্ধুরা মিলে তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ফেলে নদীর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। তবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: ‘একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,’ কাকে ইঙ্গিত করলেন অভিষেক
আরও পড়ুন: সোনা রুপো নয়, সীমান্তে পাচার করা হচ্ছে জ্যান্ত এই সব প্রাণীদের! জানলে আঁতকে উঠবেন
জানা গিয়েছে, ঠিক একই জায়গায় তিন বছর আগে তাঁর বাবারও মৃত্যু হয়েছিল দুর্গা প্রতিমা বিসর্জনের সময়। পুলিশের পক্ষ থেকে একটি ইউডি কেস নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।”
কোচবিহার খবর | Latest Cooch Behar News
সার্থক পণ্ডিত






