Abhishek Banerjee: 'একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,' কাকে ইঙ্গিত করলেন অভিষেক

Last Updated:

Abhishek Banerjee: আজ, নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরে। সেখানে এক বিশেষ বৈঠকে যোগ দেন ডায়মন্ড হারবারের সংসদ।

 'একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,' কাকে ইঙ্গিত করলেন অভিষেক
'একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,' কাকে ইঙ্গিত করলেন অভিষেক
পশ্চিম মেদিনীপুরঃ আজ, নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরে। সেখানে এক বিশেষ বৈঠকে যোগ দেন ডায়মন্ড হারবারের সংসদ। মানষ ভুঁইয়া ও অজিত মাইতির সঙ্গে আলাদা বৈঠক করেন। জেলার সাংগঠনিক ক্ষেত্রে তাঁদের দুজনকে বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘১০টি ব্লকে সাংগঠনিক অবস্থার মেরামতি করতে হবে। কেশিয়াড়ি, মোহনপুর, ডেবরা, গরবেতা-৩ ঘাটাল, দাসপুর ইত্যাদি ব্লক। জেলা সভাপতিদের সঙ্গে নিয়ে মানষ ভুঁইয়া এবং অজিত মাইতি এই ব্লক গুলোতে বাড়তি নজর দেবেন। দলের মধ্যে যাতে কোনরকম গন্ডগোল, অশান্তি, ঝামেলা না থাকে। কোন সমস্যা হলে আলোচনা করে সমাধান করবে তাঁরা।’
advertisement
advertisement
এদিনের বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের কর্মীদের উদ্দেশ‍্যে বলেন, ‘একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সমস্যা বাড়াবেন না দলের। দলকে কোন অবস্থায় অস্বস্তির মুখে ফেলা যাবে না। সকলে মিলেমিশ করে কাজ করতে হবে। সংগঠনের নিচু তলারটাই হচ্ছে ভিত। সেখানে যেন কোন রকম বিভেদ-দ্বন্দ্ব না থাকে। নিজেদের মধ্যে বিভেদ রাখা চলবে না।’
advertisement
ডায়মন্ড হারবারের সংসদের মুখে আত্মবিশ্বাষের সুর শোনা গেছে পশ্চিম মেদিনীপুরে। তিনি বলেন, ‘সবাই এক হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়লে আমাদেরকে কেউ হারাতে পারবেনা। এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আমরা পঞ্চায়েতে জিতব। ‌গন্ডগোল, অশান্তি করে পঞ্চায়েত ভোট হবে নয়। মাঠে নেমে কাজ করেন যারা তারাই দলের প্রকৃত সৈনিক এবং তাদের যোগ্য মর্যাদা দেওয়া হবে উচিত।’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,' কাকে ইঙ্গিত করলেন অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement