কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু করা নিয়ে কম টালবাহানা হয়নি। সেইসব কাটিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে দুই শহরের মধ্যে ৯ আসনের বিমান চলাচল শুরু হয়। দু’বছর চলার পর সেই পরিষেবা বন্ধ হতে চলেছে।
আরও পড়ুনঃ উত্তরে উৎসবের আমেজ! বরাই বাথৌ পুজোয় মেতে উঠেছে চিলাপাতা, আজও অনেকের অজানা ঐতিহ্যবাহী এই পুজোর ইতিহাস
advertisement
আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতা বিমান বন্ধ হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, বিমান চালানোর দায়িত্বপ্রাপ্ত সংস্থার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাঁরা আর রিনিউয়াল করছে না। ফলে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে চলতে থাকা বিমান পরিষেবা আগামী বছর বন্ধ হয়ে যাবে।
বছর দুয়েক আগে যখন এই বিমান চলাচল শুরু হয়েছিল সেই সময় বিজেপির ৫ বিধায়ক কলকাতা থেকে ওই বিমানে চড়ে কোচবিহারে এসেছিলেন। দু’বছর চলার পর সেই বিমান পরিষেবা বন্ধ হতে যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে তৃণমূল ও বিজেপি দু’পক্ষের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
