TRENDING:

Cooch Behar-Kolkata Flight: জানুয়ারিতেই লাস্ট! বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার-কলকাতা বিমান, ৩ বছরের মাথায় শেষ হচ্ছে সফর

Last Updated:

Cooch Behar-Kolkata Flight: কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু করা নিয়ে কম টালবাহানা হয়নি। সেইসব কাটিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে ৯ আসনের বিমান চলাচল শুরু হয়। এবার তা বন্ধ হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার, শুভঙ্কর সাহাঃ কলকাতা থেকে কোচবিহার বিমানে করে যাওয়ার দিন শীঘ্রই শেষ হতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার-কলকাতা বিমান। লম্বা টালবাহানা শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই বিমান পরিষেবা শুরু হয়েছিল।
কোচবিহার বিমানবন্দর
কোচবিহার বিমানবন্দর
advertisement

কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু করা নিয়ে কম টালবাহানা হয়নি। সেইসব কাটিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে দুই শহরের মধ্যে ৯ আসনের বিমান চলাচল শুরু হয়। দু’বছর চলার পর সেই পরিষেবা বন্ধ হতে চলেছে।

আরও পড়ুনঃ উত্তরে উৎসবের আমেজ! বরাই বাথৌ পুজোয় মেতে উঠেছে চিলাপাতা, আজও অনেকের অজানা ঐতিহ্যবাহী এই পুজোর ইতিহাস

advertisement

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতা বিমান বন্ধ হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, বিমান চালানোর দায়িত্বপ্রাপ্ত সংস্থার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাঁরা আর রিনিউয়াল করছে না। ফলে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে চলতে থাকা বিমান পরিষেবা আগামী বছর বন্ধ হয়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের ডিজিটাল চাষি! পাখি তাড়াতে বের করলেন অভিনব কৌশল, বুদ্ধির তারিফ করছেন সবাই
আরও দেখুন

বছর দুয়েক আগে যখন এই বিমান চলাচল শুরু হয়েছিল সেই সময় বিজেপির ৫ বিধায়ক কলকাতা থেকে ওই বিমানে চড়ে কোচবিহারে এসেছিলেন। দু’বছর চলার পর সেই বিমান পরিষেবা বন্ধ হতে যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে তৃণমূল ও বিজেপি দু’পক্ষের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar-Kolkata Flight: জানুয়ারিতেই লাস্ট! বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার-কলকাতা বিমান, ৩ বছরের মাথায় শেষ হচ্ছে সফর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল