Alipurduar News: উত্তরে উৎসবের আমেজ! বরাই বাথৌ পুজোয় মেতে উঠেছে চিলাপাতা, আজও অনেকের অজানা ঐতিহ্যবাহী এই পুজোর ইতিহাস
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: বরাই বাথৌকে সকল শক্তির উৎস হিসেবে পুজো করা হয়। এই উৎসব প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং পাঁচটি মৌলিক উপাদানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই পুজো ঘিরে সেজে উঠেছে চিলাপাতা।
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ বোরো জনজাতির অন্যতম উৎসব বরাই বাথৌ। প্রকৃতিকে এই পুজো নিবেদন করা হয়। অসমের বিভিন্ন এলাকায় এই পুজো বেশি হয়। এবার আলিপুরদুয়ারের চিলাপাতায় এই পুজোর আয়োজন করা হয়েছে।উৎসবে মেতে উঠেছেন মেচ, বোরো জনজাতির মানুষেরা।
বোরো জনজাতির প্রধান দেবতা বরাই বাথৌ। তাঁদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী এই পুজো। এই পুজোয় অনেক দেবদেবীর পাশাপাশি বরাই বাথৌ প্রধান দেবতা হিসেবে পূজিত হন। ‘সিজৌ’ গাছটিকে কেন্দ্র করে বরাই বাথৌ পুজো হয়। এই প্রধান পুজো ছাড়াও আইলেং, আগ্রং, খোইলা, কার্জি, রাজখন্ডা, কং রাজা, আলাই খুংরি, ভান্দ্রি, রণচণ্ডী, বুলি বুড়ি, লাওখার দেবদেবীরও পুজো করা হয়। চিলাপাতায় এই উৎসব আয়োজনের পাশাপাশি নতুন প্রজন্মের জন্য এই পুজো নিয়ে সেমিনার রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ধানের বীজ সংরক্ষণের সহজ উপায়! চাষিরা নিজেরাই করতে পারবেন, সঠিক পদ্ধতি জানলে বাঁচবে বীজ কেনার টাকা
উদ্যোক্তাদের মতে মেচ, বোরো জনজাতির নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এই পুজোর ইতিহাস সম্পর্কে ধারণা কম। তাঁদের সম্যক জ্ঞান দিতে পুজোর পাশাপাশি এই আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ স্টেট অল বাথৌ ধর্ম কমিটির পরিচালনায় মহাসভা অনুষ্ঠিত হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বরাই বাথৌকে সকল শক্তির উৎস হিসেবে পুজো করা হয়। এই উৎসব প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং পাঁচটি মৌলিক উপাদানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উৎসবের উদ্যোক্তা নীরজ কার্জি জানান, “শুধু নতুন প্রজন্ম নয়, আলোচনা সভা ও উৎসবে এই জনজাতির আমজনতা উপস্থিত রয়েছেন। যারা পুরোহিত সকলেই রয়েছেন। নিজেদের সংস্কৃতি সম্পর্কে নানা আলাপ-আলোচনা চলছে। তথ্য আদান, প্রদান হচ্ছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
December 02, 2025 1:52 PM IST
