South 24 Parganas News: ধানের বীজ সংরক্ষণের সহজ উপায়! চাষিরা নিজেরাই করতে পারবেন, সঠিক পদ্ধতি জানলে বাঁচবে বীজ কেনার টাকা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Agriculture News: বাইরে থেকে বীজ কিনতে হলে চাষিদের প্রচুর খরচ হয়। এছাড়া বীজ সংরক্ষণ না করলে কৃষকেরা একসময় আর বীজ নাও পেতে পারেন বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার সৌরদ্বীপ পিড়ি। কীভাবে ধানের বীজ সংরক্ষণ করতে হয় জানুন।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ ধান কাটার মরশুমে পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করে রাখা খুবই জরুরি। সেই জন্য কৃষি দফতরের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বীজ সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে চাষের অসুবিধা হতে পারে। মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসলে সঠিক পদ্ধতি অনুসরণ করা না হলে বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদগম ক্ষমতা কমে যায়।
বাইরে থেকে বীজ কিনতে হলে চাষিদের প্রচুর খরচ হয়। এছাড়া বীজ সংরক্ষণ না করলে কৃষকেরা একসময় আর বীজ নাও পেতে পারেন বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার সৌরদ্বীপ পিড়ি। উত্তম হালদার নামে এক কৃষক এই প্রশিক্ষণ সম্বন্ধে বলেন, বীজ সংরক্ষণের উপায় খুবই সোজা। যে বীজ সংরক্ষণ করা হবে সেই বীজের সবথেকে বড় শত্রু হল আদ্রর্তা ও তাপমাত্রা।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে বিকট শব্দ! দুই লরির ভয়াবহ সংঘর্ষে ভাঙল রাস্তার ধারের দোকান, গুরুতর আহত ৩
পদ্ধতি সঠিক না হলে বীজ ছত্রাক ও পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। ধান কাটার সময়ে ভাল উৎপাদিত ধানের কিছু পরিমাণ আলাদা করে নিতে হবে। সেই ধানের সঙ্গে অন্য প্রজাতির ধান মিশে আছে কিনা সেটাও দেখতে হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর যে পাত্রে ধান রাখা হবে সেই পাত্র প্রথমে ভালভাবে শুকিয়ে নিতে হবে। এরপর বীজ ঠিক মতো শুকোতে হবে, যাতে আদ্রর্তা ১২-১৩ শতাংশের নীচে থাকে। এরপর পাত্রে বীজ রাখার আগে বীজ ভালো মতো ঠাণ্ডা করে নিলেই কাজ হবে। এই পদ্ধতি অবলম্বন করলে পরবর্তী বছরের জন্য ধানবীজ সংরক্ষণ করা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 02, 2025 1:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ধানের বীজ সংরক্ষণের সহজ উপায়! চাষিরা নিজেরাই করতে পারবেন, সঠিক পদ্ধতি জানলে বাঁচবে বীজ কেনার টাকা
