Purulia Road Accident: সাতসকালে বিকট শব্দ! দুই লরির ভয়াবহ সংঘর্ষে ভাঙল রাস্তার ধারের দোকান, গুরুতর আহত ৩

Last Updated:

Purulia Road Accident: জানা যাচ্ছে, এদিন ভোরে শহরের রাস্তা দিয়ে একটি লরি যাচ্ছিল। একই সময়ে অপরদিকে জাতীয় সড়কের উপর রেনি রোড রাস্তা দিয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিল আরেকটি লরি। তখনই ঘটে যায় দুর্ঘটনা।

দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দু’টি লরির সংঘর্ষের জেরে ভেঙে গেল রাস্তার পাশে থাকা দোকান। দু’টি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই সঙ্গেই আহত হয়েছেন দুই গাড়ির চালক ও এক খালাসি। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ভোরে পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের উপর গোশালা মোড়ে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, এদিন ভোরে শহরের রাস্তা দিয়ে একটি লরি যাচ্ছিল। একই সময়ে অপরদিকে জাতীয় সড়কের উপর রেনি রোড রাস্তা দিয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিল আরেকটি লরি। তখনই ঘটে যায় দুর্ঘটনা। চৌমাথা মোড়ে দু’টি গাড়ির সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় অদ্ভুত কাণ্ড! নারকেলের মধ্যে জন্ম নিচ্ছে বিভিন্ন গাছের চারা, ‘কোকেডামা’য় মজেছেন স্থানীয়রা
এই সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় দুই গাড়ির সামনের অংশ। সেই সঙ্গেই রাস্তার পাশে থাকা দোকানও ভেঙে যায়। দু’টি লরির সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই গাড়ির চালক ও এক খালাসি। আহতরা পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
এদিন ভোরের এই দুর্ঘটনার জেরে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ। ক্রেন দিয়ে দু’টি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Road Accident: সাতসকালে বিকট শব্দ! দুই লরির ভয়াবহ সংঘর্ষে ভাঙল রাস্তার ধারের দোকান, গুরুতর আহত ৩
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement