West Medinipur News: চন্দ্রকোনায় অদ্ভুত কাণ্ড! নারকেলের মধ্যে জন্ম নিচ্ছে বিভিন্ন গাছের চারা, 'কোকেডামা'য় মজেছেন স্থানীয়রা
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
West Medinipur News: খুব অল্প জায়গায়, ঘরের ভেতর, বারান্দায় কিংবা স্টুডিও কোণের ডেকোরেশনে কোকেডামা অনায়াসেই জায়গা করে নেয়। টবের প্রয়োজন পড়ে না, জলও কম লাগে। ফলে রক্ষণাবেক্ষণ সহজ।
চন্দ্রকোনো, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার নজর কাড়ছে এক অনন্য বাগানশৈলী। জাপানের জনপ্রিয় বাগানকলার ছোঁয়া এবার চন্দ্রকোনার একটি স্থানীয় নার্সারিতে পৌঁছে গিয়েছে। এখানকার নার্সারিগুলিতে সাধারণ চারা তৈরির পাশাপাশি এখন তৈরি হচ্ছে বিদেশি গাছের বিশেষ ধরনের চারা যা দেখে মুগ্ধ সাধারণ দর্শক থেকে উদ্যানপ্রেমী সকলেই। নার্সারির মালিক জানাচ্ছেন, নতুন পদ্ধতির এই চারা তৈরিতে আগ্রহী মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
সেই সঙ্গেই একটি প্রশ্নও দেখা দিয়েছে। কী এই পদ্ধতি? যারা গাছ ভালবাসেন বা বাগান পরিচর্যার সঙ্গে যুক্ত, তাঁরা হয়তো আগেই নামটা শুনেছেন। এই বিশেষ বাগানকলাকে বলা হয় ‘কোকেডামা’। জাপানের প্রাচীন এবং অত্যন্ত নান্দনিক বাগানশৈলী।
আরও পড়ুনঃ বনগাঁর ব্যবসায়ীর তাক লাগানো বিজনেস আইডিয়া! তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি ছেড়ে বিক্রি করছেন ‘সুবুদ্ধি’, বিনিয়োগ ছাড়াই হচ্ছে আয়
কোকেডামায় টবের ভিতর গাছ থাকে না। বরং মাটি, কম্পোস্ট ও খৈলের মিশ্রণে তৈরি একটি গোল বলের মধ্যে থাকে। বলটির চারপাশ মস, কোকো ফাইবার বা শক্ত সুতোয় মোড়া থাকে। এরপর সেই বলটিকে দড়ি, হুক বা স্ট্যান্ডে ঝুলিয়ে রাখা হয়। দেখে মনে হয় যেন এক ছোট সবুজ ‘পৃথিবী’র উপর দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গাছ।
advertisement
advertisement
নীচে কখনও কখনও শিকড় ঝুলে থাকতে দেখা যায় যা এটিকে আরও প্রাকৃতিক করে তোলে। অর্কিড, ফার্ন, মানিপ্ল্যান্ট সহ নানা রকম সাকুলেন্ট সহ বহু বিদেশি ও দেশি গাছই কোকেডামায় সহজে বেড়ে ওঠে। চন্দ্রকোনার নার্সারিতে এই কোকেডামাগুলিই এখন সবার নজর কাড়ছে। কারণ খুব অল্প জায়গায়, ঘরের ভেতর, বারান্দায় কিংবা স্টুডিও কোণের ডেকোরেশনে কোকেডামা অনায়াসেই জায়গা করে নেয়। টবের প্রয়োজন পড়ে না, জলও কম লাগে। ফলে রক্ষণাবেক্ষণ সহজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, উদ্যানপ্রেমী থেকে সাধারণ ক্রেতা, সবাই এখন এই জাপানি স্টাইলের ঝুলন্ত বাগান চাইছেন। চন্দ্রকোনার নার্সারির মালিকের দাবি, ভবিষ্যতে এই অঞ্চলে কোকেডামা আরও জনপ্রিয় একটি চারা প্রস্তুতির পদ্ধতি হিসেবে উঠে আসবে। একদিকে শিল্পশৈলী, অন্যদিকে আধুনিক ঘর সাজানোর উপায়, কোকেডামায় এই দু’য়ের মেলবন্ধনই আজ চন্দ্রকোনার নতুন আকর্ষণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 02, 2025 11:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: চন্দ্রকোনায় অদ্ভুত কাণ্ড! নারকেলের মধ্যে জন্ম নিচ্ছে বিভিন্ন গাছের চারা, 'কোকেডামা'য় মজেছেন স্থানীয়রা








