Business Idea: বনগাঁর ব্যবসায়ীর তাক লাগানো বিজনেস আইডিয়া! তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি ছেড়ে বিক্রি করছেন 'সুবুদ্ধি', বিনিয়োগ ছাড়াই হচ্ছে আয়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Business Idea: শ্রীধর আগে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তবে লকডাউনের পর বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকা হিসেবে বেছে নেন দোকানদারি। তাঁর অভিনব ‘সুবুদ্ধির ব্যবসা’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। প্রতিদিনই দোকানে ভিড় করেন বহু মানুষ।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ সততার সঙ্গে সু-বুদ্ধি বিক্রি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাস্তবে এমনই অভিনব ব্যবসা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বনগাঁ ট বাজারের বাসিন্দা শ্রীধর রায়। রীতিমতো পোস্টার লাগিয়ে নিজের এই অনন্য পরিষেবার প্রচারও করছেন তিনি।
চাঁপাবেড়িয়া হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা শ্রীধর আগে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তবে লকডাউনের পর বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকা হিসেবে বেছে নেন দোকানদারি। বনগাঁ ট বাজারে তাঁর দোকানে শিশুদের জন্য নানা রকম খেলনা থেকে শুরু করে হোমিওপ্যাথির ওষুধপত্র, সবই পাওয়া যায়। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় দোকানের একটি পোস্টার- “সততার সঙ্গে সু-বুদ্ধি বিক্রি করা হয়।”
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই পাহাড়ে পর্যটকদের ভিড়! আজ দিনভর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, এসে গেল লেটেস্ট আপডেট
শ্রীধর রায় জানিয়েছেন, কয়েক মাস আগেই মানুষের বিভিন্ন পারিবারিক, সামাজিক, মানসিক এমনকি শারীরিক সমস্যায় পরামর্শ দেওয়ার এই ভাবনা মাথায় আসে। তারপরই তিনি ‘সুবুদ্ধি বিক্রি’র ধারণা বাস্তবে প্রয়োগ করেন। সামান্য পারিশ্রমিক নিয়ে তিনি নানা জটিল পরিস্থিতি সামলানোর উপায়, সম্পর্ক-সংক্রান্ত দিকনির্দেশ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, এই অভিনব ‘সুবুদ্ধির ব্যবসা’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। প্রতিদিনই দোকানে ভিড় করেন বহু মানুষ। কারও পারিবারিক অশান্তি, কারও মানসিক সমস্যা, সব ক্ষেত্রেই সমাধানের পথ দেখান শ্রীধর। নিজের পদ্ধতি ব্যাখ্যা করতে তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন লাদেনের ‘কুবুদ্ধি’ ও এপিজে আব্দুল কালামের ‘সুবুদ্ধি’র প্রসঙ্গ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মহলে শ্রীধর রায়ের সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রির এই উদ্যোগ এখন রীতিমতো ভাইরাল। অনেকেই বলছেন, মানুষকে ভাল পথে চালানোই আসল বুদ্ধি। সেই ভাবনাকেই অস্ত্র করে সীমান্ত শহরের এই ব্যবসায়ী আজ আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তাই সুবুদ্ধি চাইলে আপনাকেও যেতে হবে বনগাঁ ট বাজারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 02, 2025 10:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: বনগাঁর ব্যবসায়ীর তাক লাগানো বিজনেস আইডিয়া! তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি ছেড়ে বিক্রি করছেন 'সুবুদ্ধি', বিনিয়োগ ছাড়াই হচ্ছে আয়
