আরও পড়ুন: ধান ছেড়ে মাশরুম চাষে ঝুঁকছেন কোচবিহারের কৃষকরা
ধৃত যুবকের বিরুদ্ধে এর আগে নাজিরগঞ্জ এলাকার কয়েকটি গ্রামে বোমাবাজি করার পুরনো অভিযোগ আছে। এমন ব্যক্তি ভোটের সময় কীভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। বলা যেতে পারে, স্থানীয়দের তৎপরতাতেই বড় কোনও বিপদ হয়নি।
advertisement
এলাকার মানুষের অভিযোগ, শুক্রবার বোমাবাজি করার উদ্দেশ্যেই এলাকায় এসেছিল রাজীব বর্মন নামে ওই যুবক। কিন্তু স্থানীয় বাসিন্দারা সতর্ক থাকায় তাকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এলাকায় এসে ওই যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 6:03 PM IST