TRENDING:

Coochbehar News: দিনহাটায় তাজা বোমা সহ যুবককে ধরল স্থানীয়রা, তুলে দিল পুলিশের হাতে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই দিনহাটায় তাজা বোমা সহ এক যুবককে আটক করল স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: তাজা বোমা সহ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। দিনহাটার ঘটনা। এই খবর ছড়াতেই চঞ্চল্য পড়ে যায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। আর গোটা রাজ্যের মধ্যেই দিনহাটা রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তেজনা প্রবণ এলাকা। সেখানে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজীব বর্মন। তার বাড়ি নাজির হাটের কামদেবের পাঠ এলাকায়।
advertisement

আরও পড়ুন: ধান ছেড়ে মাশরুম চাষে ঝুঁকছেন কোচবিহারের কৃষকরা

ধৃত যুবকের বিরুদ্ধে এর আগে নাজিরগঞ্জ এলাকার কয়েকটি গ্রামে বোমাবাজি করার পুরনো অভিযোগ আছে। এমন ব্যক্তি ভোটের সময় কীভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। বলা যেতে পারে, স্থানীয়দের তৎপরতাতেই বড় কোনও বিপদ হয়নি।

advertisement

এলাকার মানুষের অভিযোগ, শুক্রবার বোমাবাজি করার উদ্দেশ্যেই এলাকায় এসেছিল রাজীব বর্মন নামে ওই যুবক। কিন্তু স্থানীয় বাসিন্দারা সতর্ক থাকায় তাকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এলাকায় এসে ওই যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

কোচবিহার খবর (Cooch Behar News)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: দিনহাটায় তাজা বোমা সহ যুবককে ধরল স্থানীয়রা, তুলে দিল পুলিশের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল