আরও পড়ুন: পরিবারের অসাবধানতার চরম পরিণতি, পুকুরে পড়ে মৃত্যু শিশুর
শহরের বিভিন্ন প্রান্ত মেতে ওঠে প্যান্ডেল বানানোর আনন্দে। আর এই প্যান্ডেলের কাপড় তৈরি করে চলছে বহুদিন আগের থেকেই। কত বেকার যুবক-যুবতীদের, বৃদ্ধ কারিগরের এই পেশায় কর্মসংস্থান হয়। প্যান্ডেল কাপড়ের কারিগর রিঙ্কু রায় জানান, দীর্ঘ তিন বছর আগের থাকে এই প্যান্ডেলের কাপড় তৈরি করে আসছেন। দুর্গা পুজোর সময় তাঁদের খুবই চাপ থাকে। মূলত তাঁরা যে কাপড় তৈরি করেন সেই প্যান্ডেলের কাপড় সমস্ত ধরনের প্যান্ডেল তৈরিতে ব্যবহার করা হয়। পুজোর আগে প্যান্ডেলের কাপড়ের অর্ডার সাপ্লাই করার প্রচুর চাপ থাকে। শুধু কোচবিহার নয়, জেলার বাইরেও যায় এই কাপড়।
advertisement
আরেক কারিগর নারায়ণচন্দ্র নন্দী জানান, শুধু দুর্গাপুজো নয়। অন্যান্য বড়ো বাজেটের পুজোর প্যান্ডেলের বরাতও আসে এইসব শিল্পীদের কাছে। তবে যেহেতু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো তাই এই পুজোতেই থাকে থিম প্যান্ডেলের বাড়াবাড়ি রকম চাহিদা। জোরকদমে চলে প্যান্ডেলের কাপড় তৈরির কাজ। কোচবিহার থেকে শুরু করে অনেক জায়গায় যায় তাঁদের বানানো এই কাপড়।
সার্থক পণ্ডিত