আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যাবে ডুয়ার্স!
স্থানীয় বাসিন্দারা জানান, বড়শিমুলগুড়ি এলাকা এবং সতীশের হাট এলাকায় ধান খেতের মধ্যে হাতির দল তাণ্ডব চালিয়ে সব শেষ করে দিয়েছে। মাঠের সব একটিও ধান অবশিষ্ট নেই। এর ফলে কৃষকদের ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছে। এছাড়াও লোকালয়ে এভাবে বুনো হাতির হানায় গ্রামবাসীরা রীতিমত ভয় পেয়েছেন।
advertisement
কোচবিহারের লোকালয়ে বুনো হাতির দলের হানা প্রসঙ্গে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির দলটি ওই এলাকা সংলগ্ন চিলাপাতা জঙ্গল থেকে প্রবেশ করেছিল। তবে বন দফতরের কর্মীরা বুনো হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আচমকাই পাঁচটি বুনো হাতির একটি দল লোকালয়ে প্রবেশ করে। ঘোকসাডাঙার বণিক পাড়া, বড়শিমুল গুড়ি, সতীশের হাট এলাকায় রীতিমত দাপিয়ে বেড়ায় হাতির দলটি। খেতের প্রচুর ধান নষ্ট করে। হাতির লোকালয়ে প্রবেশের খবর পেয়ে এলাকায় ছুটে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ এবং বন দফতরের কর্মীরা।
সার্থক পণ্ডিত






