পানীয় জলের সমস্যা রাস্তার সমস্যা এবং অন্যান্য আরো সকল সমস্যা নিয়ে পঞ্চায়েতের উপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন গোটা এলাকার মানুষ। স্থানীয় মানুষের একাংশের বক্তব্য, \"বিগত পঞ্চায়েত ভোটের পর থাকে গোটা এলাকায় পঞ্চায়েত কে দেখতে পাওয়া যায়নি।\"
বর্তমানে গোটা এলাকার বিস্তীর্ণ রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। তার সাথে পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে এলাকায়। জল পেতে হলে মাটি খুঁড়ে গর্ত করে জল তুলতে হচ্ছে স্থানীয় মানুষদের। নিত্যদিন এমন চরম দুর্দশা চিত্র ফুটে উঠছে গোটা এলাকায়। তবে এই সকল বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত চরম উদাসীনতার ভাব প্রকাশ করেছেন।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তার মুখ দেখতে পাননি গোটা এলাকার মানুষেরা। দীর্ঘ সময়ের এই চরম অবহেলার কারণে স্থানীয় মানুষেরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তীব্র দাবি তুলেছেন ভোট বয়কটের। সাধারণ মানুষের একাংশ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের এই সমস্যা সমাধানের বিষয় নিয়ে দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের।
ঘন বসতিপূর্ণ এই এলাকায় পানীয় জল নিত্য দিনের চাহিদা। তবে এলাকায় পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেই জল পেতে হলে প্রচুর কষ্ট করতে হচ্ছে স্থানীয় মানুষদের। জলের কল থেকে জল পড়ছে না। জলের কলের পাশে গর্ত খুঁড়ে সেখান থেকে জল নিতে হচ্ছে স্থানীয় মানুষদের। এছাড়াও রাস্তার পিচের চাদর উঠে গিয়ে বেহাল দশা হয়ে রয়েছে বিস্তীর্ণ রাস্তার। দীর্ঘদিন এই সমস্ত বিষয় নিয়ে বারংবার দাবি জানিয়ে আসলেও ফল হয়নি কিছুই।
আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড ধারকদের লটারি! জানুয়ারিতে পাবেন ১ হাজার টাকা, নির্দেশিকা সরকারের
আরও পড়ুন: সহযোগিতা করবে বর্ধমান মেডিক্যাল, রেণু খাতুনের হাত প্রতিস্থাপনের জন্য অর্থ বরাদ্দ জেলা পরিষদের
স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান সমস্ত বিষয় নিয়ে চরম উদাসীন। বর্তমানে স্থানীয় মানুষেরা নিজেদের কষ্ট বুকে চেপেই নিত্যদিন বসবাস করে চলেছেন এই এলাকায়। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন যেন সামান্য হলেও আশার আলো জুগিয়েছে এই মানুষদের মনে। তাই তারা সরব হয়েছেন তাদের সমস্ত দুর্দশা নিয়ে।
Sarthak Pandit