কোচবিহারের এক প্রতিমা শিল্পী বাদল পাল জানান,”ইতিমধ্যেই প্রতিমা তৈরীর কাজ অনেকটা সম্পন্ন করা হয়ে গিয়েছে। বেশ অনেকগুলি মূর্তি তৈরি করেছেন তাঁরা। এছাড়াও অর্ডারের মূর্তি রয়েছে আলাদাভাবে। সব মিলিয়ে এবার বিশ্বকর্মা পুজোয় বেশ অনেকটাই মুনাফা দেখতে পারবেন তাঁরা। তবে মাটি এবং অন্যান্য উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিমার দামও কিছুটা বৃদ্ধি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন:ছিঃ! গভীর রাতে ছাত্রীদের ফোনে…ভয়ঙ্কর অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে
নতুন প্রজন্মের প্রতিমা শিল্পী গোবিন্দ দাস জানান,”মূর্তির সংখ্যা তাঁর কারখানায় আগের তুলনায় বৃদ্ধি করা হয়নি। তবে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে উপকরণের দাম বৃদ্ধি পাচ্ছে। তাতে মূর্তির দামও বৃদ্ধি হয়েছে।” সবমিলিয়ে জেলার প্রতিমা শিল্পীরা চলতি বছরের বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেশ অনেকটাই খুশি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Sarthak Pandit





