TRENDING:

Viral Toto Restaurant: ছিল টোটো, হয়ে গেল খাবারের দোকান! তুমুল ভাইরাল টোটো-রেস্তোরাঁ!

Last Updated:

Viral Toto Restaurant: টোটোতেই গোটা রেস্তোরাঁ। খাবরেও দারুণ স্বাদ! চেখে দেখতেই পারেন এই ভাইরাল রেস্তোরাঁর খাবার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা শহর কোচবিহারের বিগত দুই তিন বছরের মধ্যে প্রচুর খাওয়ার দোকান শুরু হয়েছে। বিভিন্ন রাস্তায় বা বিভিন্ন গলির আনাচে কানাচে এই সমস্ত দোকান চোখে পড়বে সকলের। তবে একটু আলাদা রকম চিন্তা ভাবনা ও নতুন আইডিয়া নিয়ে এই দোকানটি শুরু করা হয়েছে। দোকানটি প্রতিদিন সন্ধ্যা ৫ টা নাগাদ বসে কোচবিহার এমজেএন মাঠ চত্বরে। মূলত একটি টোটো গাড়িতে শুরু করা হয়েছে এই দোকান। সম্পূর্ণ ঘরোয়া রান্নার স্বাদ পাওয়া যাবে এই দোকানের রান্নাতে।
advertisement

কয়েকদিনের মধ্যেই বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকান। দোকানে কিনতে পাওয়া যাওয়া গুঁড়ো মশলা এই দোকানের রান্নায় ব্যবহার করা হচ্ছে। বাড়িতে বানানো মশলা এই দোকানের সমস্ত রান্নায় ব্যবহৃত হচ্ছে। এছাড়াও সুপারির গাছের খোল দিয়ে তৈরি প্রকৃতি বান্ধব প্লেট এর মধ্যেই পরিবেশ করা হচ্ছে এই দোকানের সমস্ত খাওয়ার।

আরও পড়ুন: পান্তা ভাতের ইংরেজি কী জানেন? ৯৯ শতাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন!

advertisement

দোকানের কর্নধার দীপায়ন পাঠক জানান, "পরিবেশ বান্ধব উপায়কে অবলম্বন করেই এই দোকানের কথা মাথায় এসেছিল। তখনই টোটো গাড়ির মধ্যে এই খাওয়ার দোকান শুরু করেন তিনি। কারণ টোটো গাড়িতে কোন পরিবেশ দূষণ হয় না। এছাড়া এই দোকানের সমস্ত রান্না তিনি ও তাঁর স্ত্রী দুজনে মিলে বাড়িতে করে থাকেন। তারপর দোকানে এনে রান্না করা খাওয়ার বিশেষ ভাবে গরম করে পরিবেশন করা হয় গ্রাহকদের কাছে।

advertisement

View More

আরও পড়ুন: রোজ খান কাঁচা বাদাম? দারুণ উপকারি! তবে সঠিক নিয়ম মেনে না খেলেই কিন্তু বিপদ! জানুন

বাড়িতে তৈরি করা মশলা দিয়ে করা হয় সমস্ত রান্না। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দোকানের মধ্যে। তবে কোন ফয়েল কন্টেনার নয়। সুপারির খোল দিয়ে তৈরি প্লেটের মধ্যেই দেওয়া হয় সমস্ত খাওয়ার। তাই বেশিরভাগ মানুষদের কাছে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকান।" দোকানে খাওয়ার কিনতে আসা কয়েকজন গ্রাহক কিশোর চক্রবর্তী, মলয় ঘোষ, বীরেন্দ্র পাসওয়ান এবং বাপি দে জানান, "মাত্র কয়েকদিন আগেই শুরু হওয়া এই খাওয়ার দোকান অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।

advertisement

আরও পড়ুন: চুল পড়ে যাচ্ছে? পাকা চুল! কিছুতেই বাড়ছে না চুল! ভিটামিন ই ক্যাপসুলেই আছে সব সমস্যার সমাধান

এই দোকানের পরিবেশ বান্ধব উপায় সকলকে বেশ অনেকটাই প্রভাবিত করেছে। এছাড়া ঘরোয়া রান্না ও বাড়িতে তৈরি মশলার স্বাদ সুস্বাদু করে তুলেছে দোকানের প্রত্যেকটি রান্নাকে। তাই সন্ধ্যে নামলেই মানুষ ভিড় করছেন এই দোকানে। প্রত্যেকটি খাবারের দাম রয়েছে সকলের সাধ্যের মধ্যে। তাই কম বেশি সকলেই এই দোকানের খাওয়ায় খেতে পারছেন। এছাড়া যারা দোকানে এসে খেতে চান না। তাঁরা বাড়িতে বসে হোম ডেলিভারি এর মাধ্যমেও এই দোকানের খাওয়ায় খেতে পারবেন। তাই কোচবিহারে মানুষের মধ্যে বেশ অনেকটাই সাড়া ফেলতে পেরেছে এই খাওয়ার দোকানটি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Viral Toto Restaurant: ছিল টোটো, হয়ে গেল খাবারের দোকান! তুমুল ভাইরাল টোটো-রেস্তোরাঁ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল