TRENDING:

Viral News : মাত্র ২ টাকায় দেখা হয় রোগী! ভেষজ চিকিৎসায় সুস্থ হচ্ছেন কঠিন অসুখে ভোগা বহু মানুষ! জানুন

Last Updated:

Viral News : আজকের বাজারে চিকিৎসক নেন মাত্র ২ টাকা! আর তাতেই দেওয়া হয় নানা চমৎকারী ওষুধ! বহু মানুষ সুস্থ হচ্ছেন এই কবিরাজ খানায়! কঠিন রোগ থেকেও মুক্তি মিলছে নিমেষে! এ যেন রূপকথার গল্প!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: রাজ আমলে কোচবিহারের স্থাপিত একটি কবিরাজ খানা রয়েছে কোচবিহার শহরের বুকে। বর্তমানে এটিই একমাত্র সরকারি কবিরাজ খানা সমগ্র কোচবিহারের মধ্যে। বিভিন্ন গাছ-গাছড়ার মাধ্যমে ভেষজ উপায়ে ঔষধ তৈরি করে রোগীদের দেওয়া হয় এখানে। এছাড়া এখানে রোগী দেখার মূল্য একদম সামান্য। দুই টাকা মূল্যে এখানে রোগী দেখেন কবিরাজ ডাক্তার। এবং ঔষুধ ও প্রদান করেন তিনি। একটা সময় এই সম্পূর্ন বিষয়টির রাজাদের দ্বারা পরিচালিত হলেও। বর্তমানে এর পরিচালনার দায়িত্বে রয়েছে দেবোত্তর ট্রাস্ট বোর্ড। এখানকার কবিরাজ তুহিন সেন শর্মা জানান, "মাত্র ২ টাকা মূল্যে এখানে রোগী দেখা হয়ে থাকে। এর ফলে দুস্থ গরীব মানুষদের অনেক উপকার হয়। অনেক মানুষ ও এখনকার ওষুধ খাওয়ার পর উপকার পেয়েছেন। তাই তারা কোন সমস্যায় পড়লেই এখানে ডাক্তার দেখাতে আসেন।"
advertisement

তবে রাজা আমাদের পরবর্তী সময় থেকে নানা সমস্যার ভুগছে এই কোচবিহার কবিরাজ খানাটি। আগাছায় ছেয়ে গিয়েছে কোচবিহার কবিরাজ খানার চত্বর। ঘরগুলির অবস্থাও বেহাল হয়ে রয়েছে কবিরাজ খানার। এখানে একজন মাত্র চিকিৎসক রয়েছেন রোগী দেখার জন্য। দ্রুত এই কবিরাজ খানাটি সংস্কার করে তাকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হোক এমনটাই দাবি কোচবিহারের মানুষদের। এখানে চিকিৎসা করাতে আসা এক মহিলা অনিতা দুবে জানান, "এখানে চিকিৎসা করিয়ে তিনি উপকার পেয়েছেন। এখানে দেওয়া ওষুধ ভালো কাজ করে। এবং ডাক্তার সঠিক চিকিৎসা করান। তবে এই কবিরাজ খানার অবস্থা খারাপ হয়ে আছে। তাই দ্রুত সংস্কার করানো প্রয়োজন।"

advertisement

কোচবিহার দেবোত্তর ট্রাস্টবোর্ডের সেক্রেটারি বিশ্বদীপ মুখার্জি বলেন, "বর্তমানে এখানে একজন মাত্র চিকিৎসক রয়েছেন এবং এই কবিরাজ খানাটি চালু অবস্থায় রয়েছে। এখানে রোগীদের একদম ন্যূনতম মূল্যে দেখা হয়ে থাকে এবং ওষুধও দেওয়া হয়। মাত্র ২ টাকা মূল্য রয়েছে এখানে রোগী দেখা ও ওষুধ দেওয়ার। জায়গাটির কিছু সমস্যা রয়েছে। তবে দ্রুত যাতে এই জায়গাটি সংস্কার করে এই জায়গাটিকে যাতে আবার পুরোনো অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় সে বিষয়ে আমরা দেখছি। অদূর ভবিষ্যতে এখানে রোগী দেখার মূল্য সামান্য বাড়ানো হতে পারে সেই বিষয়ে জেলা শাসকের সাথে আলোচনা করা হবে। তবে সেটিও ১০ টাকার বেশি করা হবে না।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Viral News : মাত্র ২ টাকায় দেখা হয় রোগী! ভেষজ চিকিৎসায় সুস্থ হচ্ছেন কঠিন অসুখে ভোগা বহু মানুষ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল