তবে রাজা আমাদের পরবর্তী সময় থেকে নানা সমস্যার ভুগছে এই কোচবিহার কবিরাজ খানাটি। আগাছায় ছেয়ে গিয়েছে কোচবিহার কবিরাজ খানার চত্বর। ঘরগুলির অবস্থাও বেহাল হয়ে রয়েছে কবিরাজ খানার। এখানে একজন মাত্র চিকিৎসক রয়েছেন রোগী দেখার জন্য। দ্রুত এই কবিরাজ খানাটি সংস্কার করে তাকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হোক এমনটাই দাবি কোচবিহারের মানুষদের। এখানে চিকিৎসা করাতে আসা এক মহিলা অনিতা দুবে জানান, "এখানে চিকিৎসা করিয়ে তিনি উপকার পেয়েছেন। এখানে দেওয়া ওষুধ ভালো কাজ করে। এবং ডাক্তার সঠিক চিকিৎসা করান। তবে এই কবিরাজ খানার অবস্থা খারাপ হয়ে আছে। তাই দ্রুত সংস্কার করানো প্রয়োজন।"
advertisement
কোচবিহার দেবোত্তর ট্রাস্টবোর্ডের সেক্রেটারি বিশ্বদীপ মুখার্জি বলেন, "বর্তমানে এখানে একজন মাত্র চিকিৎসক রয়েছেন এবং এই কবিরাজ খানাটি চালু অবস্থায় রয়েছে। এখানে রোগীদের একদম ন্যূনতম মূল্যে দেখা হয়ে থাকে এবং ওষুধও দেওয়া হয়। মাত্র ২ টাকা মূল্য রয়েছে এখানে রোগী দেখা ও ওষুধ দেওয়ার। জায়গাটির কিছু সমস্যা রয়েছে। তবে দ্রুত যাতে এই জায়গাটি সংস্কার করে এই জায়গাটিকে যাতে আবার পুরোনো অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় সে বিষয়ে আমরা দেখছি। অদূর ভবিষ্যতে এখানে রোগী দেখার মূল্য সামান্য বাড়ানো হতে পারে সেই বিষয়ে জেলা শাসকের সাথে আলোচনা করা হবে। তবে সেটিও ১০ টাকার বেশি করা হবে না।"
Sarthak Pandit





